
গত ১৭ সেপ্টেম্বর কল্যাণী মেডিক্যালের ৪১ জন পড়ুয়ার বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ করা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের কাছে। ১৯ সেপ্টেম্বর তাদের প্রত্যেককে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তাদের ক্লাস করা নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মঙ্গলবারের অন্তর্বর্তী নির্দেশের ফলে আগামী শুনানি পর্যন্ত এই ৪১ জন পড়ুয়ার স্বাভাবিক পঠনপাঠনে আর কোনও বাধা থকল না। 
3. 
4. 
5. 
6. 
7. 
8. 
9. 
10. 
11.
12.