Tuesday, November 4, 2025

সাগর দত্তে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু! রেসিডেন্ট ডক্টরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ WBJDA-এর

Date:

এবার আন্দলনরত জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ WBJDA-এর। সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক শুভম সব্রেওয়ালের গাফিলতিতেই নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের। এর জন্য শুভম সব্রেওয়ালের কঠোর শাস্তির দাবি তুলেছে WBJDA।

গত ৫ নভেম্বর সাগর দত্ত হাসপাতালে সাইকিয়াট্রিক বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি হয় ১৬ বছরের রিম্পা পাল। কিন্তু WBJDA-এর অভিযোগ, ওই বিভাগের চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি রোগী দেখা দূরস্ত হাসপাতালেও ছিলেন না। শেষে নাবালিকার মৃত্যু ঘটে। এই ঘটনায় শুভমের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছেন জুনিয়র অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেদিন হাসপাতালে উপস্থিত না থাকা এবং রোগীর চিকিৎসা না করার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাঃ কাবেরী ভট্টাচার্য শুভমকে শোকজ করেছিলেন। দায়িত্বজ্ঞানহীন কাজের জবাব দিহি করেন তিনি। ওই নোটিশই শুভমের অপরাধের প্রমাণ বলে জানান WBJDA-র সদস্যরা। শোকজের চিঠিও দেন তাঁরা।

WBJDA-এর অভিযোগ, ডাঃ শুভমের গাফিলতির ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন আক্রমণ করেছে জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও। WBJDA কথায়, সাগর দত্তর এই সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ডক্টরস ফ্রন্টের প্রথম সারির নেতা! পাশাপাশি সাগর দত্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরসদের লিগ্যাল এডভাইজারও। তাঁর বিরুদ্ধে বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তুলেছে ডক্টরস অ্যাসোসিয়েশন।








Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version