মহারাষ্ট্রের (Maharashtra) পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন চূড়ান্ত হতে পারে মঙ্গলবারই। ব্যাপক আসন পাওয়া বিজেপির নেতৃত্বেই আরব সাগরের পাড়ের রাজ্য যাওয়ার ইঙ্গিত প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde)। রাজভবনে গিয়ে এদিনই দিলেন ইস্তফা।

মঙ্গলবার সকাল সকাল রাজভবনে (Raj Bhavan Mumbai) গিয়ে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) ও অজিত পাওয়ার (Ajit Pawar)। সেইসঙ্গে ভেঙে দেওয়া হল পুরনো মন্ত্রিসভাও। এরপরই বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য রওনা দেন একনাথ শিণ্ডে। সহ্যাদ্রি অতিথিশালায় সেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই জল্পনা শুরু কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করা হয় এবার আর মহারাষ্ট্রের রাশ থাকছে না কোনো শিবসেনা (Shivsena Shinde camp) নেতার হাতে। ১৩২ আসনে জিতে গোটা রাশটাই নিজেদের হাতে রাখবে বিজেপি (BJP)। সেই ইঙ্গিত সোমবার রাতে একনাথ শিণ্ডের (Eknath Shinde) সোশ্যাল মিডিয়া পোস্টে। রাজনৈতিক মহলে জল্পনা মুখ্যমন্ত্রীত্ব পাবেন না একনাথ, সেই আশঙ্কাতেই সমর্থক বিক্ষোভ ঠেকাতে আগে থেকে প্রস্তুতি শিবসেনা (Shivsena Shine camp) শিবিরের।
