Sunday, November 9, 2025

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম, কিছু ক্রিকেটার নিলামে ঝড় তুললেও, কিছু রয়েছেন অবিক্রিত, চলুন দেখে নেওয়া যাক তাদের নাম

Date:

২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসেছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশ কিছু ক্রিকেটার অবিক্রিত বেশ কিছু কেইকেটার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল-এ দল পেলেন না ।

আইপিএল-এ দল না পাওয়ার মধ্যে যার নাম প্রথমে বলতে হয়, তিনি হলেন স্টিভ স্মিথ। অজি ক্রিকেটার নিজের জন্য আইপিএল মেগা নিলামে ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। টি-২০ ক্রিকেটে বহুদিন নিজের ছাপ ফেলতে পারেনি। মনে করা হচ্ছে সেই কারণে দল পাননি স্মিথ। এর আগে আইপিএল-এ বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এরপরই যার নাম আসে তিনি হলেন ডেভিড ওয়ার্নার। অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন অজি এই ক্রিকেটার। ২০১৬-এ আইপিএল জিতেছেন। তবে এবার কোন দলই নেয়নি ওয়ার্নারকে।

আইপিএল এ দল পৃথবী শা। ফিটনেশের জন্য বারবার তাঁকে সমালোচোলিত হতে হয়েছে। জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রনজি দলেও সুযোগ পান না। তাঁকেও নেয়নি কোন দল। এরপরই রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি এই তারকা। ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখন ফিট হলেও, উইলিয়ামসনকে কেউ নেয়নি কোন দল।

এরপর রয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরে। ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। এই ক্রিকেটাররা ছাড়াও অবিক্রিত রয়েছেন, জেমস অ্যান্ডারসন এছাড়া অবিক্রিত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version