Sunday, August 24, 2025

নিয়োগ মামলায় জামিন পেলেন শান্তনু বন্দোপাধ্যায় (Shantanu Banerjee)।২০২৩ সালের ১০ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকেরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা যায়। কিন্তু এখনও পর্যন্ত উপযুক্ত কোন প্রমাণ পেশ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তকে দিনের পর দিন জেলে থাকতে হচ্ছে অথচ বিচার প্রক্রিয়া কেন শুরু করা গেল না সেই প্রশ্ন তোলার পাশাপাশি ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অভিযুক্তকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের (Subhra Ghosh) একক বেঞ্চ জামিন দিল। যদিও শান্তনুর জেল মুক্তি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

জামিন পেলেও মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে (CBI court) শান্তনুকে হাজির করানোর কথা। সেক্ষেত্রে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার কথা বলবে CBI। যদি সেই আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে এখনই জেল থেকে বেরোতে পারবেন না শান্তনু। যদি সেটা না হয় তাহলে জামিন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ হতে হতে বিকেল গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আজ সন্ধ্যার দিকে বা কাল সকালে হয়তো বাইরে আসতে পারেন তিনি। ১০ লক্ষ টাকা জমা দেওয়ার পাশাপাশি শান্তনুকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া তিনি শহরের বাইরে যেতে পারবেন না এবং মামলার সঙ্গে জড়িয়ে থাকা কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version