Sunday, November 2, 2025

নিয়োগ মামলায় জামিন শান্তনুর, জেল মুক্তি নিয়ে ধোঁয়াশা!

Date:

নিয়োগ মামলায় জামিন পেলেন শান্তনু বন্দোপাধ্যায় (Shantanu Banerjee)।২০২৩ সালের ১০ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকেরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা যায়। কিন্তু এখনও পর্যন্ত উপযুক্ত কোন প্রমাণ পেশ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তকে দিনের পর দিন জেলে থাকতে হচ্ছে অথচ বিচার প্রক্রিয়া কেন শুরু করা গেল না সেই প্রশ্ন তোলার পাশাপাশি ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অভিযুক্তকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের (Subhra Ghosh) একক বেঞ্চ জামিন দিল। যদিও শান্তনুর জেল মুক্তি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

জামিন পেলেও মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে (CBI court) শান্তনুকে হাজির করানোর কথা। সেক্ষেত্রে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার কথা বলবে CBI। যদি সেই আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে এখনই জেল থেকে বেরোতে পারবেন না শান্তনু। যদি সেটা না হয় তাহলে জামিন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ হতে হতে বিকেল গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আজ সন্ধ্যার দিকে বা কাল সকালে হয়তো বাইরে আসতে পারেন তিনি। ১০ লক্ষ টাকা জমা দেওয়ার পাশাপাশি শান্তনুকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া তিনি শহরের বাইরে যেতে পারবেন না এবং মামলার সঙ্গে জড়িয়ে থাকা কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version