Thursday, August 21, 2025

‘শিল্পের সমাধান’ শিবির: মহিলা শিল্প-উদ্যোগ সহায়তায় নয়া পদক্ষেপ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই-তে (MSME) এগিয়ে বাংলা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সেক্টরে মহিলা উদ্যোক্তার (women entrepreneur) সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা‌। এই পরিস্থিতিতে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের আরও উৎসাহী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ‘শিল্পের সমাধান’ শিবির করা হবে। ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই ‘শিল্পের সমাধান’ (Shilper Samadhan) শিবির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাজ্য শিল্প-বান্ধব হয়ে উঠেছে। রাজ্য সরকার এমএসএমই (MSME) সেক্টরকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই এই ক্ষেত্রে সমস্যা সমাধানে জেলায় জেলায় শিবিরের পরিকল্পনা। এই শিবিরে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অবহিত করা হবে। শিল্প সচেতন করে তুলতে বিশেষ করে পাঠ দেওয়া হবে মহিলাদের। বাংলায় মহিলা উদ্যোগপতির সংখ্যা দেশের মধ্যে সেরা। স্বনির্ভর করে তুলতে আরও বেশি করে এই ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি বাড়াতে চাইছে সরকার। নিবিড় কর্মসংস্থানে ক্ষুদ্র শিল্পোদ্যোগী হিসেবে মহিলাদের অন্তর্ভুক্তিতে উৎসাহিত করাই রাজ্যের লক্ষ্য। গ্রামীণ এলাকাগুলি তো বটেই পাশাপাশি পুর এলাকাগুলিতেও শিল্পের সমাধান শিবির খোলা হবে। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। শিবিরগুলি সফল করতে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ক্ষুদ্র শিল্পোদ্যোগী হতে বেকার ছেলেমেয়েদের অংশগ্রহণ বাড়াতেই এই প্রচার।

বেকারদের ব্যবসায় উৎসাহিত করতে রাজ্য ইতিমধ্যেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (credit card) চালু করেছে। যার মাধ্যমে ব্যবসার জন্য ঋণ নিলে রাজ্য সুদে ভর্তুকি (subsidy) দেয়। এমন আর কী সুযোগ-সুবিধা রয়েছে এই ক্ষেত্রে, তা শিল্পের সমাধান শিবিরে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্ক ঋণ (bank loan) থেকে বিভিন্ন সরকারি ছাড়পত্র নিয়েও যাতে কোনও হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যাপারেও গাইড করা হবে শিবির থেকে।

spot_img

Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...