Saturday, August 23, 2025

অপ্রয়োজনীয়! দলীয় ‘সিদ্ধান্ত-বিরোধী’ হুমায়ুনকে এড়িয়ে যাওয়ার নিদান কুণালের

Date:

তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে বিরোধীরা একাধিক চক্রান্ত তৈরির চেষ্টায় সচেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে যেভাবে দলের অন্দরে কার্যকারিতা পরিচালনার প্রস্তুতি নিয়েছে রাজ্যের শাসকদল তা নিয়ে ঈর্ষায় অনেক মন্তব্য ছড়িয়ে পড়েছে সোমবারের পরে। তারই মধ্যে অন্যতম মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। দলের পদক্ষেপ না-পসন্দ হওয়ায় একাধিক মন্তব্য তিনি করেছেন। তবে তাঁর এইসব বক্তব্যকে “অপ্রয়োজনীয় অবাঞ্ছিত” বলে দাবি করেছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ভরতপুরের বিধায়কের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি দলের সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে চালিত করার মন্ত্রণা দিচ্ছেন।

সোমবারই দলীয় বৈঠকে তৈরি হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি (disciplinary committee)। তারপরেও হুমায়ুনের এই ধরনের বক্তব্যে মোটেও পাত্তা দিতে চায় না দল। কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, এই ধরনের মন্তব্য অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত। সোমবারই পুরদস্তুর কর্মসূচি, নেতৃত্ব ঘোষণা হয়েছে। তারপরে এধরনের মন্তব্যের প্রতিক্রিয়া থেকে বিরত থাকাই ভালো। সেই সঙ্গে তাঁর দাবি, “যদি কোনও সিনিয়র নেতার বক্তব্য দেওয়ার হয় সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্বের কাছে বক্তব্য জানাবার সুযোগ রয়েছে। তার বদলে যদি কেউ শীর্ষ নেতৃত্বের কর্মসূচি, বৈঠক, পদক্ষেপের পরেও এই ধরনের বক্তব্য পেশ করে থাকেন। তাহলে সেটা তাঁর একান্ত নিজস্ব। সংশ্লিষ্ট নেতৃত্ব সেটা দেখবেন।”

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version