Sunday, November 9, 2025

এক চাঁদ নিয়ে সুখেই ছিল পৃথিবী। হঠাৎ পৃথিবীর আকাশে উদয় হয় আর এক চাঁদের। ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে ঘর করে অবশেষে বিদায় নিল সে। পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ এতদিন কাছে ছিল, হঠাৎ করেই তা ছিটকে বেরিয়ে গেল পৃথিবীর কক্ষপথ থেকে। শেষ হল মধুচন্দ্রিমা।

চেনা চাঁদ ছাড়াও আর এক চাঁদ গত ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সংসারে যুক্ত হয়েছিল। সেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে ৫৩দিন ধরে । মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে তার অবস্থান ছিল পৃথিবী থেকে। তবু তাকে খালি চোখে দেখা যায়নি। পৃথিবীর দ্বিতীয় এই চাঁদকে না দেখতে কারণ ছিল তার আকৃতি। আসল চাঁদের ব্যস যেখানে ৩ হাজার ৪৭৬ কিলোমিটার, সেখানে এই ছোট্ট চাঁদের ব্যস মাত্র ১০ মিটার। ফলে তা এতটাই ছোটো যে খালি চোখে তাকে দেখা অসম্ভব। আকৃতি অনেকটা একটা বাসের মতন।

এই চাঁদ এসেছিল পৃথিবীর আকাশে অবশ্য ক্ষণিকের অতিথি হয়ে। ৫৩ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে তা ছিটকে গেল কক্ষপথ থেকে। এই ৫৩ দিনে পুরো একবার প্রদক্ষিণ করতে পারেনি ওই চাঁদ। আসলে কী ছিল ওই দ্বিতীয় চাঁদ? জেনে নিন তার পরিচয়। এই চাঁদ আদতে একটি গ্রহাণু। গত ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষে ঢুকে পড়েছিল সে। তারপরই পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু হয় তার। প্রদক্ষিণ করতে করতেই ২৫ নভেম্বর পৃথিবীর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যায় সে।হারিয়ে যায় মহাশূন্যে। পৃথিবীর মাধ্যকর্ষণ ছাড়িয়ে অনন্ত মহাকাশে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৫৩ দিন পৃথিবীর সংসারে থেকে হারিয়ে গেলেও সে আবার ফিরে আসবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনও ৩১ বছর। ২০৫৫ সালে ফের পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে এই দ্বিতীয় চাঁদ। আবার নিয়ম করে প্রদক্ষিণ করতে থাকবে তার পৃথিবীকে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version