Wednesday, August 27, 2025

এক চাঁদ নিয়ে সুখেই ছিল পৃথিবী। হঠাৎ পৃথিবীর আকাশে উদয় হয় আর এক চাঁদের। ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে ঘর করে অবশেষে বিদায় নিল সে। পৃথিবীর এই দ্বিতীয় চাঁদ এতদিন কাছে ছিল, হঠাৎ করেই তা ছিটকে বেরিয়ে গেল পৃথিবীর কক্ষপথ থেকে। শেষ হল মধুচন্দ্রিমা।

চেনা চাঁদ ছাড়াও আর এক চাঁদ গত ২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর সংসারে যুক্ত হয়েছিল। সেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে ৫৩দিন ধরে । মাত্র ৩৭ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে তার অবস্থান ছিল পৃথিবী থেকে। তবু তাকে খালি চোখে দেখা যায়নি। পৃথিবীর দ্বিতীয় এই চাঁদকে না দেখতে কারণ ছিল তার আকৃতি। আসল চাঁদের ব্যস যেখানে ৩ হাজার ৪৭৬ কিলোমিটার, সেখানে এই ছোট্ট চাঁদের ব্যস মাত্র ১০ মিটার। ফলে তা এতটাই ছোটো যে খালি চোখে তাকে দেখা অসম্ভব। আকৃতি অনেকটা একটা বাসের মতন।

এই চাঁদ এসেছিল পৃথিবীর আকাশে অবশ্য ক্ষণিকের অতিথি হয়ে। ৫৩ দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে তা ছিটকে গেল কক্ষপথ থেকে। এই ৫৩ দিনে পুরো একবার প্রদক্ষিণ করতে পারেনি ওই চাঁদ। আসলে কী ছিল ওই দ্বিতীয় চাঁদ? জেনে নিন তার পরিচয়। এই চাঁদ আদতে একটি গ্রহাণু। গত ২৯ সেপ্টেম্বর পৃথিবীর কক্ষে ঢুকে পড়েছিল সে। তারপরই পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু হয় তার। প্রদক্ষিণ করতে করতেই ২৫ নভেম্বর পৃথিবীর কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যায় সে।হারিয়ে যায় মহাশূন্যে। পৃথিবীর মাধ্যকর্ষণ ছাড়িয়ে অনন্ত মহাকাশে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ৫৩ দিন পৃথিবীর সংসারে থেকে হারিয়ে গেলেও সে আবার ফিরে আসবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনও ৩১ বছর। ২০৫৫ সালে ফের পৃথিবীর কক্ষপথে ফিরে আসবে এই দ্বিতীয় চাঁদ। আবার নিয়ম করে প্রদক্ষিণ করতে থাকবে তার পৃথিবীকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version