Saturday, August 23, 2025

সংবিধান দিবসে বিধানসভায় বিশেষ অধিবেশন, কেন্দ্রকে তুলোধনা শোভনদেবের

Date:

রাজ্য বিধানসভায় মঙ্গলবার সংবিধান দিবস পালন হল।মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় বসেছে বিশেষ অধিবেশন। দু’দিন ধরে চলবে এই অধিবেশন। সন্ধেয় রাজভবনে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে পৌরহিত্য করবেন খোদ রাজ্যপাল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধান দিবসে বক্তৃতা করবেন বাংলার প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণ৷ তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি বলেন, লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল সেন, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, এস আর কুরেশি, বর্তমান রাজ্যপাল,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।আমরা দুটি দিন সংবিধান দিবস হিসাবে পালন করব এবং সংবিধানের উপর বক্তৃতা দেবেন অতিথি বক্তারা।‌

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ২৯ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে 370 অনুচ্ছেদ বাতিলের পরে সংবিধান নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা প্রয়োজন।তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্য তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। আমাদের রাজ্য একাধিকবার বলা সত্বেও আমাদের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। একটা অদ্ভুত সমীকরণ কেন্দ্রের যেখানে সংবিধানকে না মেনে টাকা আটকে রাখা হচ্ছে। যার কোনও সদুত্তর তাদের কাছে নেই। গণতন্ত্রকে হত্যা করার জন্য প্রতিনিয়ত নাটক করছে কেন্দ্র।এদিন বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যাোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version