রাজ্য বিধানসভায় মঙ্গলবার সংবিধান দিবস পালন হল।মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় বসেছে বিশেষ অধিবেশন। দু’দিন ধরে চলবে এই অধিবেশন। সন্ধেয় রাজভবনে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে পৌরহিত্য করবেন খোদ রাজ্যপাল।
শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ২৯ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে 370 অনুচ্ছেদ বাতিলের পরে সংবিধান নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা প্রয়োজন।তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্য তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। আমাদের রাজ্য একাধিকবার বলা সত্বেও আমাদের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। একটা অদ্ভুত সমীকরণ কেন্দ্রের যেখানে সংবিধানকে না মেনে টাকা আটকে রাখা হচ্ছে। যার কোনও সদুত্তর তাদের কাছে নেই। গণতন্ত্রকে হত্যা করার জন্য প্রতিনিয়ত নাটক করছে কেন্দ্র।