Friday, August 22, 2025

প্যান কার্ডে (PAN Card) এবার বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, প্যান কার্ডের সঙ্গে কিউআর কোড (QR code) সংযুক্ত করার। নয়া এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু সুবিধা মিলবে আয়করদাতাদের (Income tax)।

সম্প্রতি প্যান ২.০ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেজন্য বরাদ্দ করা হয়েছে ১,৪৩৪ কোটি টাকা। এক বিবৃতিতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন সে কথা। প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প চালু হলে প্যান কার্ডে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। সব থেকে উল্লেখযোগ্য এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড (QR Code)। তারপরে বেশ কিছু সুবিধা মিলবে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হওয়ার ফলে আর্থিক লেনদেন অনেক সহজতর হবে আয়করদাতাদের‌। সেই আর্থিক লেনদেনে বজায় থাকবে স্বচ্ছতাও। লেনদেনের গতিও বাড়বে। রোখা যাবে ডিজিটাল জালিয়াতি (digital fraud)। অর্থাৎ প্যান কার্ডে কিউআর কোড সংযুক্ত হলে সুরক্ষিত লেনদেনের সুবিধা পাবেন আয়কর দাতারা। সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত করতেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রী।

এই বিষয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, প্যান ২.০ (PAN 2.0) প্রকল্প আয়করদাতাদের অনেক সুবিধা দেবে। নতুন প্রযুক্তিতে তাঁরা অনেক স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে প্যান ২.০ প্রকল্প এক উল্লেখযোগ্য পদক্ষেপ। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড হয়ে উঠবে সুরক্ষা কবচ।

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version