Wednesday, August 27, 2025

লাল গ্রহে এককালে ছিল প্রাণের অস্তিত্ব! অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের নয়া আবিষ্কারে চাঞ্চল্য

Date:

পৃথিবীর বাইরে কোনও গ্রহে কি প্রাণ আছে? জ্যোতির্বিজ্ঞানীরা নিরন্তর সেই সন্ধান করে চলেছেন। বিশেষ করে মঙ্গলগ্রহ (Mars) নিয়ে তাঁদের অনুসন্ধানের শেষ নেই। এই অবস্থায় অস্ট্রেলিয়ার (Australia) মহাকাশ গবেষকদের নয়া আবিষ্কার সাড়া জাগিয়ে দিয়েছে। তবে কি এককালে প্রাণ ছিল মঙ্গলে? প্রাণ থাকার সেই সম্ভাবনাকে উসকে দিয়েছে সেই আবিষ্কার।

নাসার (NASA) কিউরিওসিটি রোভার (Curiosity rover) মঙ্গলের মাটিতে দীর্ঘদিন ধরেই প্রাণের সন্ধান চালাচ্ছে। এর মধ্যেই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা উল্কাখণ্ড (nelceus) পরীক্ষা করে মঙ্গলে জলের অস্তিত্ব খুঁজে পান। সেটা আবার কঠিন পদার্থের আকারে অর্থাৎ বরফ নয়। মঙ্গলে ছিল গরম জলের স্রোত, এমনই আবিষ্কার করেছেন তাঁরা। এই অসামান্য আবিষ্কার সামনে আসার পরই নড়েচড়ে বসেছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের (Curtin University) গবেষকেরা মঙ্গলগ্রহে এই গরম জলের তত্ত্ব সামনে এনে মহাকাশ বিজ্ঞানীদের কাছে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন।

২০১১ সালে সাহারা মরুভূমিতে আবিষ্কৃত হয় একটি মঙ্গলের উল্কাখণ্ড (nucleus)। তার নাম এনডব্লিউএ ৭০৩৪। সেই উল্কাখণ্ড পরীক্ষা করেই মঙ্গল গ্রহ সম্বন্ধে নতুন তথ্য পান বিজ্ঞানীরা। সেই আবিষ্কার মঙ্গল গবেষণায় যুগান্তকারী বলে মনে করা হচ্ছে। ৪৪৫ কোটি বছর আগে ছিটকে আসা ওই উল্কা পরীক্ষা করে মঙ্গলের অতীত দর্শন করতে সক্ষম হয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ওই উল্কাখণ্ডের নাম দিয়েছেন ব্ল্যাক বিউটি (Black Beauty)। এই ব্ল্যাক বিউটিটিতে মিলেছে জিরকন কণা। জিরকন হল এমন একধরনের ধাতু, যা কোনও গলিত পদার্থে জলের অস্তিত্বের (existence of water) কথা জানায়।

এই গবেষণাতেই পাওয়া গিয়েছে, ৪৪৫ কোটি বছর আগে লালগ্রহে বইত লাভাস্রোত। সেই গলিত লাভার মধ্যেই থাকত জল। ফলে লাভাস্রোতের (Lava) সঙ্গে মঙ্গলের মাটিতে গরম জলের ধারাও বইত। এই গরম জলই মঙ্গলে (Mars) প্রাণ থাকার সম্ভাবনাকে উসকে দিয়েছে। পৃথিবীতেও জীবন তৈরির পিছনে হাইড্রোথার্মালের (hydrothermal) বড় ভূমিকা ছিল। লাল গ্রহে জীবনের স্পন্দন পেতে সেই হাইড্রোথার্মাল ভূমিকা এখন খতিয়ে দেখা হচ্ছে। এই গবেষণায় সেই আশ্চর্য আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version