Tuesday, December 2, 2025

ভারত-ভুটান নদী কমিশন গঠনে কেন্দ্রে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ বিমানের

Date:

Share post:

ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে সর্বদলীয় প্রতিনিধি দল অবিলম্বে পাঠানোর উদ্যোগ নিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে এব্যাপারে উদ্যোগী হতে তিনি নির্দেশ দেন। বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুমন কাঞ্জিলাল বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভুটানের নদীর জলে শুধু রাজ্যে প্লাবন তৈরি হচ্ছে তাই নয়। ঐ সব নদীর জলে ডলোমাইটের পরিমাণ অত্যাধিক বেশি। সেই নদীর জল বাংলায় ঢুকছে এবং দূষিত জলের কারণে উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপি শিবিরের কোনও হেলদোল নেই।

বিরোধী দল নেতার সম্মতি ক্রমে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিলেও এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না।তৃণমূল বিধায়কের বক্তব্য শুনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে আবারও এব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এও জানিয়েছেন, যদি এরপরও বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হয় তাহলে শাসক দলের বিধায়কদের একটি প্রতিনিধিদল বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। তারপর তারাই যেন কেন্দ্রের দ্বারস্থ হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...