Wednesday, November 5, 2025

বিশ্বকাপের বাছাই পর্বেই ধুঁকছে ব্রাজিল-আর্জেন্টিনা

Date:

Share post:

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আপাতত বিরতি। আগামী মার্চের আগে মাঠে নামতে হবে না দলগুলোকে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৮ ম্যাচের ১২টিই খেলে ফেলেছে দলগুলো। যেখানে শীর্ষ স্থানে আছে আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত বললেই চলে।অন্যদিকে একের পর এক ম্যাচে খারাপ পারফরম্যান্স করা ব্রাজিল আছে পাঁচ নম্বরে। পরিবর্তিত নিয়মের কারণে ব্রাজিলকে আপাতত বড় বিপদ চোখ রাঙাচ্ছে না। তবে এই দুর্দশা দ্রুত দূর করতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এরই সঙ্গে প্রশ্ন উঠেছে,আর্জেন্টিনার সোনালি সময় কি তবে শেষ হতে চলল? দলটির শেষ পাঁচ ম্যাচের পারফরম্যান্স তেমন ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে অবশ্য বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় আছে। কিন্তু সেই জয় কোনওভাবেই আড়াল করতে পারছে না দুই হার ও এক ড্রকে। এমনকি সর্বশেষ পেরুর বিপক্ষেও আর্জেন্টিনা জিতেছে কোনওরকমে ১-০ গোলে। আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হলেও সেটা অবশ্য দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে সামান্য বাধাও তৈরি করতে পারবে কি না সন্দেহ।

বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ৬টি দেশ। অর্থাৎ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সরাসরি টিকিট পেতে পয়েন্ট তালিকার ছয়ে থাকলেই চলবে। এমনকি ৭ নম্বর দলেরও সুযোগ আছে প্লে অফ খেলে জায়গা করে নেওয়ার। এমন পরিস্থিতিতে ২৫ পয়েন্ট বিশ্বকাপ খেলার জন্য বর্তমান চ্যাম্পিয়নদের জন্য যথেষ্টই হওয়ার কথা। ফলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ খেলা নিয়ে আপাতত দুশ্চিন্তাগ্রস্ত না হলেও চলবে।

তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হতে পারে খেলার ধরন। লিওনেল মেসির ছন্দ নিয়ে প্রশ্ন না থাকলেও, সাম্প্রতিক সময়ে প্রায়ই চোট ভোগাচ্ছে তাঁকে। পাশাপাশি টানা সাফল্যের ক্লান্তিও যেন ভর করেছে দলের ওপর। এখন মেসি-স্কালোনি জুটি নতুন কোনও জাদুতে শঙ্কা উড়িয়ে দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

মার্সেলো বিয়েলসার হাত ধরে লম্বা সময় পর ভালো কিছুর স্বপ্ন দেখছিল উরুগুয়ে। সে লক্ষ্যে শুরুটাও দারুণভাবে করেছিল তারা। কাছাকাছি সময়ে হারিয়ে দিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই। কিন্তু উরুগুয়ের সে স্বপ্ন বড় ধাক্কা খায় কোচ বিয়েলসার সঙ্গে লুইস সুয়ারেজ-ফেদে ভালভের্দেদের বিরোধের খবর সামনে আসার পর। এই বিরোধের প্রভাব যে উরুগুয়ের পারফরম্যান্সে পড়েছে তা একরকম স্পষ্ট।কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র ১ ম্যাচ। এ ছাড়া চারটি ড্রয়ের বিপরীতে আছে ১টি হারও। বাজে পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বদলাতে না পারলে পরের ধাপগুলোতে দ্বিতীয় স্থান থেকে ছিটকে যেতে পারে দলটি। বর্তমানে ১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ের ঘাড়ের ওপর নি:শ্বাস ফেলছে ইকুয়েডর ও কলম্বিয়া। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। তাই বিয়েলসাকে দ্রুতই নতুন করে দলকে জয়ে ফেরাতে হবে। নয়তো সামনে বিপদে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...