Saturday, January 31, 2026

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ তৃতীয় গেমে জিতে সমতা ফেরালেন

Date:

Share post:

দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ তৃতীয় গেমে জিতে সমতা ফেরালেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হেরেছিলেন। দ্বিতীয় গেম ড্র হয়। তৃতীয় গেম জিতে ১৪ ম্যাচের সিরিজ়ে ১.৫-১.৫ করলেন গুকেশ।সিঙ্গাপুরে হচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল।কিন্তু প্রথম দু’টি গেমে তেমন সুবিধা করতে পারেননি গুকেশ। বুধবার লিরেন অবশ্য সহজে হার মানেননি। দুই দাবাড়ুই প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে গিয়েছেন সারাক্ষণ। বেশ উত্তেজক খেলা হয়েছে। এক পর্যায় এসে সময়ের চাপে পড়ে যান চিনের বিশ্বজয়ী গ্র্যান্ডমাস্টার। সেই সুযোগ কাজে লাগতে ভুল করেননি ১৮ বছরের ভারতীয়। শেষ পর্যন্ত সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে ৩৭ চালে জয় ছিনিয়ে নেন গুকেশ।

তার কৌশলের সামনে কিছুটা চাপে পড়ে যান লিরেন। ৩০ চালের পর তার হাতে ছিল মাত্র ৬ মিনিট। সে সময় চিনা গ্র্যান্ডমাস্টারকে অন্তত ন’দশটি চাল দিতে হত। সেই চাপই আর শেষ পর্যন্ত সামলাতে পারেননি তিনি। তার আগেই ২৮ চালের পর সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিলেন গুকেশ। ফলে লিরেন আরও চাপে পড়ে গিয়েছিলেন। ১৮তম চালে একটি ভুল করে ফেলেন লিরেন। ভুল সামাল দিতে অনেকটা সময় নিয়ে নেন তিনি। ২০ চালের পর দেখা যায় তার হাতে রয়েছে ২২ মিনিট। অন্য দিকে, গুকেশের হাতে সে সময় ছিল প্রায় এক ঘণ্টা সময়। লিরেনের ভুলের সুযোগও কাজে লাগান গুকেশ।

গুকেশ বলেছেন, এই জয় একটা দারুণ অনুভূতি।সাদা ঘুঁটি নিয়ে খেলার একটা সুবিধা থাকে। সেটা এ দিন কাজে লাগাে পেরেছি। প্রতিপক্ষের তুলনায় ভাল খেলেছি বলেই জিতেছি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...