দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ তৃতীয় গেমে জিতে সমতা ফেরালেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হেরেছিলেন। দ্বিতীয় গেম ড্র হয়। তৃতীয় গেম জিতে ১৪ ম্যাচের সিরিজ়ে ১.৫-১.৫ করলেন গুকেশ।সিঙ্গাপুরে হচ্ছে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল।কিন্তু প্রথম দু’টি গেমে তেমন সুবিধা করতে পারেননি গুকেশ। বুধবার লিরেন অবশ্য সহজে হার মানেননি। দুই দাবাড়ুই প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে গিয়েছেন সারাক্ষণ। বেশ উত্তেজক খেলা হয়েছে। এক পর্যায় এসে সময়ের চাপে পড়ে যান চিনের বিশ্বজয়ী গ্র্যান্ডমাস্টার। সেই সুযোগ কাজে লাগতে ভুল করেননি ১৮ বছরের ভারতীয়। শেষ পর্যন্ত সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে ৩৭ চালে জয় ছিনিয়ে নেন গুকেশ।

তার কৌশলের সামনে কিছুটা চাপে পড়ে যান লিরেন। ৩০ চালের পর তার হাতে ছিল মাত্র ৬ মিনিট। সে সময় চিনা গ্র্যান্ডমাস্টারকে অন্তত ন’দশটি চাল দিতে হত। সেই চাপই আর শেষ পর্যন্ত সামলাতে পারেননি তিনি। তার আগেই ২৮ চালের পর সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিলেন গুকেশ। ফলে লিরেন আরও চাপে পড়ে গিয়েছিলেন। ১৮তম চালে একটি ভুল করে ফেলেন লিরেন। ভুল সামাল দিতে অনেকটা সময় নিয়ে নেন তিনি। ২০ চালের পর দেখা যায় তার হাতে রয়েছে ২২ মিনিট। অন্য দিকে, গুকেশের হাতে সে সময় ছিল প্রায় এক ঘণ্টা সময়। লিরেনের ভুলের সুযোগও কাজে লাগান গুকেশ।

গুকেশ বলেছেন, এই জয় একটা দারুণ অনুভূতি।সাদা ঘুঁটি নিয়ে খেলার একটা সুবিধা থাকে। সেটা এ দিন কাজে লাগাে পেরেছি। প্রতিপক্ষের তুলনায় ভাল খেলেছি বলেই জিতেছি।

