Saturday, August 23, 2025

সংসদে বিরোধীরা জবাব চাইতেই মুলতুবি! বুধেও অর্ধসমাপ্ত অধিবেশন

Date:

জোর করে দমন বিরোধী কণ্ঠস্বর, বিজেপির আমলে এই ছবি নতুন নয়। এতদিন সংসদের (Parliament) অধিবেশন চলাকালীন বিরোধীদের হট্টগোলের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এবার বিরোধীরা প্রশ্ন তুলতেই নাকচ করার উদাহরণ পথে সংসদের দুই কক্ষই। আদানি ইস্যু (Adani issue) থেকে মনিপুর (Manipur), বুধবার দুই কক্ষে বিরোধীরা প্রশ্ন তুলতেন অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। এমনকি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) স্পষ্ট জানিয়ে দেন বিরোধী নেতাদের অধিবেশনের বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার প্রশ্নগুলি বাতিল করা হয়।

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানি ইস্য়ুতে কেন্দ্রের জবাব ও অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) গ্রেফতারির দাবি জানিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা। বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশে তৃণমূল সাংসদরা স্পষ্ট করে দিয়েছিলেন সংসদের অধিবেশন চালিয়েই আদানি ইস্যুতে জবাব দাবি করা হবে। বুধবার লোকসভায় (Loksabha) আদানি ইস্যুতে প্রশ্ন তোলেন বিরোধী দলের সাংসদরা। গৌতম আদানির গ্রেফতারি দাবি করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপরই লোকসভা বুধবারের মতো মুলতুবি (adjourned) করে দেওয়া হয়।

অন্যদিকে বুধবার রাজ্যসভায় (Rajyasabha) বিরোধী দলের সাংসদরা দিল্লিতে অপরাধের সংখ্যা বাড়া, মনিপুরের হিংসা, উত্তরপ্রদেশের সম্ভলের অশান্তি ও ওয়াকফ বোর্ড নিয়ে জেপিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। সর্বশেষে আদানি ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। চেয়ারম্যান জগদীপ ধনকড় জানান সদনের আলোচ্য বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এই বিষয়গুলির উপর আলোচনা সম্ভব নয়। এরপরই মুলতুবি করে দেওয়া হয় উচ্চকক্ষের অধিবেশনও।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version