Tuesday, August 26, 2025

আমেরিকার স্বাস্থ্য গবেষণার নেতৃত্বে বাঙালি, জয় ভট্টাচার্যই পছন্দ ট্রাম্পের

Date:

দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও ওষুধ নিয়ে নতুনভাবে কাজ করার দাবি জানিয়েছিলেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আমেরিকার স্বাস্থ্য গবেষণার দায়িত্বভার তিনি তুলে দিলেন এক বাঙালির হাতে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয় ভট্টাচার্যকে (Jay Bhattacharya) আমেরিকার ন্যাশানাল ইনস্টিটিউটস অফ হেলথের (National Institute of Health)  নির্দেশক পদে নিয়োগ করার ঘোষণা করলেন ট্রাম্প।

রাষ্ট্রপতি পদে জয়ের পরই নিজের একাধিক লক্ষ্য নিয়ে ভিডিও বার্তা পেশ করেছিলেন ট্রাম্প (Donald Trump)। সেখানে তিনি উল্লেখ করেছিলেন দেশের চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত গবেষণায় জোর দেওয়া হবে। বিশেষত, বিদেশ থেকে আমদানি করা ওষুধে লাগাম টানার উপরও জোর দিয়েছিলেন। সেই মতো স্বাভাবিকভাবেই দেশের স্বাস্থ্য দফতরের একটি অংশ তথা সবথেকে বড় স্বাস্থ্য গবেষণা সংস্থা এনআইএইচ-এর (NIH) শীর্ষ পদে যে পরিবর্তন করে বিশেষ কাউকে আনবেন, তার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল।

সেক্ষেত্রে ট্রাম্পের পছন্দ বাঙালি বিজ্ঞানী জয়। একদিকে যেমন তিনি একজন চিকিৎসক (MD), অন্যদিকে অর্থনীতির ডক্টরেট (PhD)। করোনা পরিস্থিতিতে আমেরিকায় দীর্ঘ মেয়াদি লক ডাউন (lockdown) জারির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জয়। তাঁর গবেষণায় চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক দিকগুলিও গুরুত্ব পেয়েছে। চার বছর আগে করোনা পরিস্থিতির (COVID situation) সঙ্গে মোকাবিলায় তাঁর ভূমিকাকে গুরুত্ব দিয়েই এবার জয়কে দেশের সর্বোচ্চ চিকিৎসা গবেষণা সংস্থার শীর্ষে স্থাপন ট্রাম্পের। এই ঘোষণার পরে জয় ভট্টাচার্যের প্রতিক্রিয়া, তিনি অত্যন্ত সম্মানিত ও বিনীত রাষ্ট্রপতি নির্বাচিত ট্রাম্পের এই ঘোষণায়। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণা সংস্থার উন্নতিতে তাঁরা এমনভাবে কাজ করবেন যাতে আমেরিকার গবেষণা ফের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সেই সঙ্গে গবেষণার ফলাফল যাতে আমেরিকানদের স্বাস্থ্য আবার সুগঠিত করে তুলতে পারে তার বৈজ্ঞানিক পথে চেষ্টা করে যাবেন।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version