Wednesday, August 27, 2025

অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Date:

ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেখানে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় এটুকু বলতে পারি। বুধবার, সংসদে ঢোকার মুখে এই মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


অগাস্টে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের সময় থেকেই অশান্তি চলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে মহম্মদ ইউনুসের (Md Yunush) কেয়ার টেকার সরকার ব্যর্থ বলে অভিযোগ। এই নিয়ে রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। এর মধ্যেই সংখ্যালঘুদের হয়ে সরব হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহিতার আইনে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। চট্টগ্রাম-সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় অশান্তির চলছে।

এই পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) বলেন, বিদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। তবে, বাংলাদেশে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেখানে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বুধবার, সংসদে ঢোকার মুখে এই মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।


অগাস্টে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের সময় থেকেই অশান্তি চলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে মহম্মদ ইউনুসের (Md Yunush) কেয়ার টেকার সরকার ব্যর্থ বলে অভিযোগ। এই নিয়ে রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। এর মধ্যেই সংখ্যালঘুদের হয়ে সরব হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহিতার আইনে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। চট্টগ্রাম-সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় অশান্তির চলছে।

এই পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বাংলাদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে তৃণমূল দলগতভাবে তাকে সমর্থন করবে। তবে, বাংলাদেশে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় এটুকু বলতে পারি।“







Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version