Saturday, January 10, 2026

বাংলায় বিদ্যুতের প্রতি ইউনিটের দাম তুলনায় কম: বিধানসভায় পরিসংখ্যান তুলে জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

দেশের মধ্যে বাংলায় বিদ্যুতের (Electricity) প্রতি ইউনিটের (Unit) দাম কম। বিজেপি ও কংগ্রেসশাসিত রাজ্যগুলিতেই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম বেশি। প্রতি ইউনিট রাজ্য অনুযায়ী হারের তালিকায় বাংলা ১৭ নম্বরে। প্রথম স্থানে কর্ণাটক, দ্বিতীয় স্থানে অসম, তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে মহারাষ্ট্র। কর্নাটকে বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৯.৮৩ টাকা, অসমে ৯.৫৫, বিহারে ৯.১৩, মহারাষ্ট্রে ৮.৯১ টাকা। সেখানে বাংলায় বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৭.১২ টাকা। বাংলায় বিদ্যুতের দাম নিয়ে অপপ্রচার চলছে। বিধানসভায় বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ইউনিট পিছু বিদ্যুতের দামের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে একথা জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি জানান, রাজধানী উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের মতো বিজেপিশাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম কম।

বুধবার বিধানসভায় রাজ্যে গত ৫ বছরে কতগুলি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং আগামিদিনে রাজ্যের কোথায় নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তা লিখিতভাবে জানানো হয়েছে। রাজ্যে বিগত কয়েক বছরে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট চালু হয়েছে। এছাড়া সাগর থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো একটি নতুন সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার জেনারেশন ইউনিটের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে রাজ্য। গত ৫ বছরে ডব্লিউবিএসইডিসিএল ও ডাবলুবিপিডিসিএল-এর অধীনস্থ যে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে সেগুলি হল ঝাড়গ্রামের সাঁকরাইল, পশ্চিম বর্ধমানের আসানসোল এবং রানীগঞ্জ, বীরভূমের ঢাকা-১ এবং ঢাকা-২, বাঁকুড়ার মেজিয়া, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, মুর্শিদাবাদের সাগরদিঘী। এছাড়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আধুনিকীকরণ করা হয়েছে সেগুলি হল- ব্যান্ডেল (খরচ ৬৫০ কোটি টাকা), সাগরদিঘী (খরচ ১৬১০ কোটি টাকা), কোলাঘাট তাপবিৎ কেন্দ্র (খরচ ৯০ কোটি টাকা)।

আগামী দিনে যেখানে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে সেগুলি হল, বক্রেশ্বরে, সাঁওতালডিহিতে দুটি সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার জেনারেশন ইউনিট এবং ডিপিএল-এ। সৌরবিদ্যুৎ হবে, পুরুলিয়া জেলার পিপিএসপি আপার ড্যাম-এ একটি সোলার জেনারেশন ইউনিট স্থাপন প্রক্রিয়া চলছে। এছাড়াও সাগরদিঘিতে একটি, বক্রেশ্বরে একটি, সাঁওতালদিহিত একটি সোলার জেনারেশন ইউনিট স্থাপন প্রক্রিয়া চলছে। নতুন জলবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে, পুরুলিয়া জেলার তুরগা পাম্প স্টোরেজ প্রজেক্টের মাধ্যমে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্ট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী (Arup Biswas) জানিয়েছেন, রাজ্যে একাধিক নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হচ্ছে। পুরনো কেন্দ্রগুলিকেও সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, সাগরদিঘি ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য ২৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উপরেও জোর দিচ্ছে। ইতিমধ্যেই জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও গোয়ালতোড়-সহ বেশ কিছু জায়গায় মোট ১৯০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে।








spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...