বুকে ব্যথা! আদালতে হাজিরা দিতে পারলেন না সুজয়কৃষ্ণ ভদ্র, পরবর্তী শুনানি ২৮ নভেম্বর

বুকে ব্যথার জন্য মঙ্গলবার সিবিআই আদালতে হাজিরাই দিতে পারলেন না নিয়োগ কাণ্ডে ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও জেল থেকে সুকয়কৃষ্ণর ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার সুজয়কৃষ্ণকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

নিয়োগ কাণ্ডে সুজয়কে গ্রেফতার করেছিল ইডি। এখন জেলে রয়েছেন তিনি। তাঁকে হেফাজতে চেয়েছে সিবিআই। যদিও মঙ্গলবার সুজয়কৃষ্ণ আদালতে হাজির হতে না-পারায় তাঁকে হেফাজতে পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্য দিকে, নিয়োগ এই মামলায় ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের সন্তু গঙ্গোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে সিবিআই।

প্রসঙ্গত, মঙ্গলবার শুনানির শুরুতে বিচারক জানতে চান, সুজয়কৃষ্ণ, সন্তু এবং শান্তনুকে আদালতে হাজির করানো হয়েছে কি না। তখন জানা যায়, বুকে ব্যথার জন্য সশরীরে হাজিরা দিতে পারেননি সুজয়কৃষ্ণ। ২৯ নভেম্বর পর্যন্ত সন্তু এবং শান্তনু সিবিআই হেফাজতে থাকবেন।

আরও পড়ুন- লক্ষীর ভান্ডার একটি সামাজিক উন্নয়নমুলক প্রকল্প! রাজনীতি করছেন বিরোধীরা, মন্তব্য শশীর