Saturday, May 3, 2025

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! হুমায়ুনকে শোকজ তৃণমূলের, জবাব দেব: মন্তব্য বিধায়কের

Date:

Share post:

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! এবার ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। বুধবারই শোকজ করা হয়েছে তাঁকে। তিনদিনের মধ্যে জবাবদিহি করতে হবে। দলের অধিকার আছে। চিঠি পেলে উত্তর দেব- শোকজ প্রসঙ্গে মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন মঙ্গলবার অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। হুমায়ুনের এইসব বক্তব্যকে “অপ্রয়োজনীয় অবাঞ্ছিত” বলে মন্তব্য করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে প্রশ্ন করা হলন হুমায়ুন বলেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির অধিকার রয়েছে, আমাকে সাসপেন্ড করার। শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। হাতে আমি কোনও চিঠি পাইনি। চিঠি এলে আমি যথাযথ সময়ে এর উত্তর দিয়ে দেব।”

বেলাগাম মন্তব্য, দলবিরোধী কাজ করলে এবার শাস্তির মুখে পড়বেন তৃণমূল (TMC) সদস্য-সদস্যারা। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পরে সাংবাদিকের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, “দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কেউ যা খুশি মন্তব্য করতে পারবেন না। কাউকে তিনবার শোকজের পর সাসপেন্ড করা হবে।” শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটিও গঠন করা হয়। এবার হুমায়ুন কী জবাব দেন, সেটাই দেখার।








spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...