Tuesday, December 16, 2025

পরীক্ষার লাইভ স্ট্রিমিং-এ আপত্তি জুনিয়র ডাক্তারদের! সুস্থভাবে পরীক্ষা দিতে কীসের ভয়?

Date:

আরজি কর কাণ্ডের পর থেকে বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা। অথচ পরীক্ষা হলে লাইভ স্ট্রিমিং-এর সিদ্ধান্তে বেঁকে বসছেন বহু মেডিক্যাল পড়ুয়া। প্রশ্ন উঠছে আপত্তি কেন? স্বচ্ছ ভাবে পরীক্ষা দিতে হবু ডাক্তারবাবুদের সমস্যা কোথায়? পরীক্ষার স্বচ্ছতা আনতে যখন স্বাস্থ্য দফতর (Department of Health And Family Welfare) লাইভ স্ট্রিমিং-এর কথা বলেছে ঠিক তখনই বেঁকে বসেছেন মেডিক্যাল পড়ুয়াদের (Medical students) একটা বড় অংশ। তাহলে কি সত্যিই, ‘ডাল মে কুছ কালা হ্যায়’? ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসার ভয় পাচ্ছেন নাকি জুনিয়র চিকিৎসকেরা?

WBJDF রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পরীক্ষার স্বচ্ছতা আনার দাবি করেছিল। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কিছু কড়া পদক্ষেপের কথা বলেন। সেই মতো কাজ শুরু হতেই বেঁকে বসেছেন বেশ কয়েকজন পড়ুয়া। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন, যে পরীক্ষার সময়ে কোনও রকমের কড়াকড়ি করা যাবে না। দিন কয়েক আগে সাপ্লিমেন্টারি পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থীর গার্ড দিতে ৫ জন পরীক্ষককে নিয়োগ করা হয়েছিল। যার ফলে জুনিয়র ডাক্তারবাবুরা বুঝে গেছেন যে আগামী সেমিষ্টারে আর কঠোর হবে এই পদক্ষেপ। ২৮ ডিসেম্বর থেকে অষ্টম সেমিস্টার শুরু হচ্ছে। তাই খবরের শিরোনামে থাকার জন্য এবং মানুষের সহানুভূতি আদায় করতে যে কড়া নিয়মের বুলি আওরে ছিলেন জুনিয়র ডাক্তাররা, এখন তাঁরা নিজেদের জালেই ফেঁসে গেছেন। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় (Mousumi Banerjee, Principal of Burdwan Medical College) অবশ্য জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের গাইডলাইন মেনেই পরীক্ষা নেওয়া হবে এবং লাইভ স্ট্রিমিংটাও হবে। ফলে বিপাকে জুনিয়র ডাক্তারবাবুরা।


Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version