Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইএসএলে আবার হার মহমেডান স্পোর্টিংয়ের। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারল না সাদা-কালো শিবির। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডান ১-২ গোলে হেরে গেল সুনীলদের বিরুদ্ধে।

২) লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লোকেশ রাহুলের বিচ্ছেদ প্রত্যাশিতই ছিল। এ বার রিটেনশনের আগেই লখনউ কর্তৃপক্ষকে রাহুল জানিয়ে দিয়েছিলেন থাকতে চান না। আইপিএল নিলামের পর সমাজমাধ্যমে লখনউকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা ব্যাটার।

৩) দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন ডি গুকেশের। ভারতীয় গ্র্যান্ডমাস্টার তৃতীয় গেমে জিতে সমতা ফেরালেন। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হেরেছিলেন ভারতীয় চ্যালেঞ্জার। দ্বিতীয় গেম ড্র হয়। তৃতীয় গেম জিতে ১৪ ম্যাচের সিরিজ়ে ১.৫-১.৫ করলেন গুকেশ।

৪) কলকাতা নাইট রাইডার্স চেয়েছিল গত বারের মূল দলটাকে ধরে রাখতে। সেই কারণেই ভেঙ্কটেশ আইয়রের জন্য নিলামে এত কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো।

৫) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তৃতীয় জয় পেল বাংলা। বুধবার মিজোরামকে ৮ উইকেটে হারাল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে মিজোরাম করে ৪ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৫.৩ ওভারে বাংলা ২ উইকেটে ১৫৮।

আরও পড়ুন- ফের টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যশপ্রীত বুমরা