গভীর হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে শীতের আমেজে ধাক্কা!

পূর্বাভাস মতোই সাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সপ্তাহের শেষের দিকেই তা ঘূর্ণিঝড়ের আকার (Clyclonic Formation) নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি তেমনটা হয় সেক্ষেত্রে এই নতুন সাইক্লোনের নাম হবে ফেনজল (Fengal), যা সৌদি আরবের নামকরণে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও শীতের (Winter) আমেজে যে বাধা তৈরি হতে পারে তেমনটা আগেই জানিয়ে রেখেছিলেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। যত সময় এগোচ্ছে ততই সেই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে।

তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও বুধবার বিকেলের পর থেকে ঠান্ডার মেজাজ খানিকটা ব্যাকফুটে। সন্ধের পর শহরতলির বেশ কিছু জেলায় মফস্বল বাড়িতে হালকা করে ফ্যান চালাতে হয়েছে বলেও খবর। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই ঘূর্ণিঝড় চলে গেলে কনকনে শীত পড়তে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গে শুক্রবারে পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহের শেষে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাগুলিতে।চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া।ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণ।