জনগণের টাকা অপব্যবহারে শাস্তি: আন্দোলনের জেরে স্বাস্থ্যসাথীতে অতিরিক্ত খরচে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ফাইল

আর জি কর-কাণ্ড নিয়ে সরকারি হাসপাতালে কর্মবিরতি। আর স্বাস্থ্যসাথী কার্ডে (Sasthya Sathi Card) বেসরকারি হাসপাতালে রোগী দেখা। এই বিষয় নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) শীতকালীন অধিবেশনে এই বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাফ জানান, “এই টাকা যে অপব্যবহার করেছে…। এটা তদন্ত করে শাস্তি হবে। আপনার ইচ্ছা না থাকলে কাজ করবেন না। কিন্তু জনগণের টাকা মিস ইউজ করা যায় না। কে কীভাবে সেটা করেছে সেটার তদন্ত করে এটার শাস্তি হবে।”

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৯ অগাস্ট আর জি কর-কাণ্ডের পরে ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর এই সময়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। যা অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ওই সময়ে স্বাস্থসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অভিযোগ, সরকারি হাসপাতালে কাজ না করলেও বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করে গিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। ফলে বেড়েছে স্বাস্থ্যসাথী কার্ড (Sasthya Sathi Card) খরচ। আন্দোলনের জেরে রাজ্যকে দৈনিক ১ কোটি ১৩ লক্ষ টাকা বাড়তি গুণতে হয়েছে বলে তথ্য মিলেছে।

এই বিষয় নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “কখনও কখনও অপ্রিয় সত্য বলতে নেই। হয়েছে এমন অনেক কিছু। আমাদের অনেক টাকা বেরিয়ে গেছে। আর জি কর মামলা বিচারাধীন। তাই ধরতে পেরেছি। এই স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছে। আমি ভালো করে তদন্ত করেছি। ডবল ক্রস করছি।”