Friday, August 22, 2025

কেন দিল্লি ছেড়েছেন পন্থ ? মুখ খুললেন দলের অন্যতম কর্ণধার

Date:

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম। বহু ক্রিকেটারের দল বদল হয়েছে । তেমনই দলবদল হয়েছে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র, কে এল রাহুলের। দিল্লি ক্যাপিটালস যখন পন্থকে ছেড়ে দেন তখন সব থেকে বেশি চর্চা শুরু হয়। এমনকি নিলামের টেবিলেও ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের পুরনো অধিনায়ককে কেনেনি দিল্লি। কেন পন্থ নেওয়া হল না ? সেই নিয়ে এবার মুখ খুললেন দিল্লি দলের অন্যতম মালিক পার্থ জিন্দাল। পার্থ জিন্দাল জানিয়েছেন, টাকা নয়, দলের সঙ্গে অন্য একটি কারণে মতবিরোধ হয়েছিল পন্থের।

পার্থ জিন্দাল বলেন, “ আমাদের মতাদর্শের পার্থক্য হয়েছে। পন্থ যেভাবে দল চালাতে চেয়েছিল, আমরা সে ভাবে চাইনি। এটাই প্রধান কারণ। টাকার জন্য পন্থ দল ছাড়েনি। টাকা কোনও দিনই কোনও সমস্যা করেনি। আমাদের তিন জনের, অর্থ্যাৎ পন্থ, কিরণ গান্ধী এবং আমার মতাদর্শ আলাদা। এখন কিরণ নিজের মতো করে দল চালাচ্ছে। পন্থের সেটা পছন্দ হয়নি। তাই ও শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।“ এরপর পার্থ জিন্দাল আরও বলেন, “ পন্থ আমার ছোট ভাইয়ের মতো। ওর লক্ষ্য ভারতের অধিনায়ক হওয়া। তার শুরুটা ও আইপিএল থেকে করতে চায়। ও আমাদের জানিয়ে দিয়েছিল, ও দল নিয়ে কী ভাবছে। সেই ভাবনা আমাদের সঙ্গে মেলেনি। তাই শেষ পর্যন্ত ও দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি।“ টাকার জন্য যে পন্থ দল ছাড়েননি তা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন পন্থ।

২০২৫ আইপিএল মেগা নিলামে সব থেকে দামি ক্রিকেটার পন্থ। ২৭কোটি টাকায় ভারতীয় উইকেটরক্ষকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্ট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version