Saturday, August 23, 2025

সংসদে তৃণমূলের অবস্থান জানাবে সংসদীয় দল: স্পষ্ট করলেন দলনেত্রী মমতা

Date:

“পার্লামেন্টে স্ট্যান্ডটা আমাদের কারও ইন্ডিভিজুয়্যাল ম্যাটার নয়”- সংসারের শীতকালীন অধিবেশন চলার মধ্যেই দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা বিমানবন্দরে তৃণমূল সুপ্রিমো জানান, তৃণমূলের সংসদীয় দল কোনও বিষয়ে অবস্থান নেবে। সংসদীয় দলের চেয়ারপার্সন যে তিনিই- সেটাও জানিয়ে দেন মমতা।

সংসদে বিষয়ভিত্তিক দলের অবস্থান নির্ধারণ করার বিষয়ে এদিন পাঁচজনের নাম উল্লেখ করেছেন তৃণমূল সভানেত্রী। তাঁরা হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হক। মমতা বলেন, “ওঁরা আগে সিদ্ধান্ত নেবেন। তার পর আমায় জানালে আমি পরামর্শ দেব।”

সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা সাফ জানান, “পার্লামেন্টে স্ট্যান্ডটা আমাদের কারও ইন্ডিভিজুয়্যাল ম্যাটার নয়।” অর্থাৎ সংসদে কোনও ব্যক্তিবিশেষ নয়, অবস্থান নেবে তৃণমূলের সংসদীয় দল। সেই সংসদীয় দলের চেয়ারপার্সন মমতাই।

বুধবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও বলেছিলেন, তৃণমূলের কেউ ‘ব্যক্তিগত’ উদ্যোগে যেন সংসদে কোনও বিষয়ে মুলতুবি প্রস্তাব না আনেন। এদিন তৃণমূল সভানেত্রীও জানালেন সংসদে অবস্থান কোনও ব্যক্তি বিশেষ নয়।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানতে নারাজ পাক বোর্ড, আইসিসিকে চিঠি পিসিবির : সূত্র

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version