Sunday, August 24, 2025

”আগে শোকজের উত্তর দাও…” বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রীর কাছে গিয়েই ধমক খেলেন বিধায়ক হুমায়ুন কবীর। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে হুমায়ুন কবীরকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন যায়, ”এত কথা কেন বলো? বেশি বলো না?” এর পাশাপাশি নিরাপত্তাতেও কাটছাঁট হয়েছে ভরতপুরের বিধায়কের।

এদিন অধিবেশনের পর দলীয় বিধায়কদের দেখা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সব বিধায়করা গেলে তাঁদের সঙ্গে এলাকা ভিত্তিক কাজ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘরের চৌকাঠে হুমায়ুন পা রেখে ”দিদি, কেমন আছেন” প্রশ্ন শেষ হওয়ার আগেই ক্ষুব্ধ মমতা (Mamata Banerjee) বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ধমকে হকচকিয়ে যান হুমায়ুন। কোনও রকমে ”দিদি দিদি” বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। হুমায়নুকে বিরক্ত মমতার প্রশ্ন ”এত কথা কেন বলো? বেশি বলো না”

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।








Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version