আগে শোকজের উত্তর দাও: বিধানসভায় হুমায়ুনকে ‘ধমক’ মমতার

”আগে শোকজের উত্তর দাও…” বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রীর কাছে গিয়েই ধমক খেলেন বিধায়ক হুমায়ুন কবীর। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে হুমায়ুন কবীরকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন যায়, ”এত কথা কেন বলো? বেশি বলো না?” এর পাশাপাশি নিরাপত্তাতেও কাটছাঁট হয়েছে ভরতপুরের বিধায়কের।

এদিন অধিবেশনের পর দলীয় বিধায়কদের দেখা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সব বিধায়করা গেলে তাঁদের সঙ্গে এলাকা ভিত্তিক কাজ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভরতপুরের বিধায়ক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘরের চৌকাঠে হুমায়ুন পা রেখে ”দিদি, কেমন আছেন” প্রশ্ন শেষ হওয়ার আগেই ক্ষুব্ধ মমতা (Mamata Banerjee) বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ধমকে হকচকিয়ে যান হুমায়ুন। কোনও রকমে ”দিদি দিদি” বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। হুমায়নুকে বিরক্ত মমতার প্রশ্ন ”এত কথা কেন বলো? বেশি বলো না”

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।