Monday, November 10, 2025

জোটবদ্ধ I.N.D.I.A.-র ছবি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্তের শপথ-মঞ্চে মমতা-রাহুল-কেজরিওয়াল

Date:

চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। আর বৃহস্পতিবার, রাঁচিতে সেই শপথ অনুষ্ঠানে জোটবদ্ধ I.N.D.I.A.-র ছবি দেখল দেশ। কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে হারিয়ে ক্ষমতায় ফিরলেন হেমন্ত। মোরাবাদী ময়দানের অনুষ্ঠানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লোকসভার বিরোধীদল নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ জোটের মহারথীরা। হেমেন্তকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র, হরিয়ানা- কোথাও সুবিধা করতে পারেন I.N.D.I.A.। এর জন্য কংগ্রেসকেই নিশানা করেছে তৃণমূল-সহ অন্যান্য জোটসঙ্গীরা। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি মহাজুটিকে কংগ্রেস জোর টক্কর দেবে বলে আশা ছিল। কিন্তু উদ্ধব ঠাকরে শিবাসেনাকে সুবিধা দিতে পারেনি হাত শিবির। একমাত্র মুখ রেখেছেন হেমন্ত সোরেন। বারহায়িত বিধানসভা কেন্দ্রে ৩৯৭৯১ জেতেন জেএমএম নেতা। তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানে মঞ্চে জোটের নক্ষত্ররা। চাঁদের হাটে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, সিপিআইএমএল (লিবারেশন) নেতা দীপঙ্কর ভট্টাচার্য-সহ বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। ছিলেন হেমন্তের বাবা তথা ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনও।

জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের মামলায় ৩১ জানুয়ারি গ্রেফতার হন হেমন্ত সোরেন। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। জেএমএমের চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে বসেন। প্রায় পাঁচ মাস জেলে থাকার পর ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্ট জামিন দেয় হেমন্তকে। এর পরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেন তিনি। এবার নির্বাচনে জিতে স্বমহিমা মসনদে ফিরলেন হেমন্ত। আর কেন্দ্রে মোদি সরকারের ষড়যন্ত্রকে হারিয়ে তাঁর কামব্যাকে পাশে ছিল I.N.D.I.A.। এদিনের শপথ-মঞ্চে সেই ঐক্যবন্ধ বিজেপি-বিরোধী জোটের ছবিই দেখা গেল।








Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version