লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) খাটেনি কেজরি-ম্যাজিক। প্রতিহিংসামূলক বিজেপির চালে দিল্লি লোকসভার ৭ আসন বিজেপির দখলে। হাল ফেরাতে এবার নির্বাচন পরামর্শদাতা আইপ্যাক (IPAC) স্মরণ আপের (AAP)।

প্রতিহিংসার রাজনীতি চালানো বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োগে দীর্ঘদিন হাজতবাস করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জেল থেকে ফিরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে (Assembly Election 2025) ফের জনসমর্থনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দাবি রেখে। কিন্তু আপের সেই নীতি কার্যত ব্যর্থ হয়েছে লোকসভা নির্বাচনে। তাই এবার ২০২৫ বিধানসভা নির্বাচনে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ আপ (AAP)।
লোকসভা নির্বাচনের আগেই দলবিরোধী কথাবার্তা বলতে শুরু করেন রাজ্যসভার সংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। আপের দাবি বিজেপির চাপে তিনি এমন করেছিলেন। লোকসভা নির্বাচনের পরেই দল ছেড়েছেন দলের মন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gehlot)। এবার ঘর সামলাতে তৎপর আপ। তাই বিধানসভা নির্বাচনের যাবতীয় পরিকল্পনা প্রচারের দায়িত্ব তারা তুলে দিতে চাইছে প্রতীক জৈন নেতৃত্বাধীন আইপ্যাকের (IPAC) হাতে। কথাবার্তা প্রায় চূড়ান্ত খবর আপ সূত্রে। একপ্রকার জোটসঙ্গী বাংলার শাসক দল তৃণমূলের পথে আপ।