Monday, November 10, 2025

আবেগতাড়়িত হয়েই কিছু কথা! দলনেত্রীর ধমকের পরেই শোকজের জবাবে লিখলেন হুমায়ুন

Date:

দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে শোকজ করেছিল দল। তিনদিনের মধ্যে উত্তর চাওয়া হয়। এই নিয়ে বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গে ধমক দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। এর পরের দিনই শোকজের জবাবে ৩ পাতার চিঠি জমা দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) হাতে চিঠি তুলে দেন তিনি।

সূত্রের খবর, তিন পাতার জবাবি চিঠিতে হুমায়ুন লেখেন, তিনি দলের ক্ষতি চাননি। কেউ আঘাত পেলে তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু কয়েকটি ক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও দল পদক্ষেপ না করায় আবেগতাড়়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন। চিঠি তাঁর কথার ব্যাখ্যাও দেন তিনি।

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার, তিনি  হুমায়ুনকে বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ”এত কথা কেন বলো? বেশি বলো না”- মন্তব্য তৃণমূল সভানেত্রীর। এরপরেই জবাব দিলেন হুমায়ুন।








Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version