Saturday, August 23, 2025

আবেগতাড়়িত হয়েই কিছু কথা! দলনেত্রীর ধমকের পরেই শোকজের জবাবে লিখলেন হুমায়ুন

Date:

দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে শোকজ করেছিল দল। তিনদিনের মধ্যে উত্তর চাওয়া হয়। এই নিয়ে বৃহস্পতিবার, বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রসঙ্গে ধমক দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। এর পরের দিনই শোকজের জবাবে ৩ পাতার চিঠি জমা দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন বিধানসভার মধ্যেই শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) হাতে চিঠি তুলে দেন তিনি।

সূত্রের খবর, তিন পাতার জবাবি চিঠিতে হুমায়ুন লেখেন, তিনি দলের ক্ষতি চাননি। কেউ আঘাত পেলে তিনি ক্ষমা প্রার্থী। কিন্তু কয়েকটি ক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও দল পদক্ষেপ না করায় আবেগতাড়়িত হয়ে কিছু কথা বলে ফেলেছিলেন। চিঠি তাঁর কথার ব্যাখ্যাও দেন তিনি।

মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গে তিনি যে কড়া অবস্থান নিয়েছেন, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার, তিনি  হুমায়ুনকে বলেন, ”আগে শোকজের উত্তর দাও”। ”এত কথা কেন বলো? বেশি বলো না”- মন্তব্য তৃণমূল সভানেত্রীর। এরপরেই জবাব দিলেন হুমায়ুন।








Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version