দিন কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে নম্বর কারচুপির অভিযোগ প্রকাশ্যে আসে। পড়ুয়াদের অভিযোগ ছিল, ইন্টারনাল পরীক্ষার খাতা না-দেখেই নম্বর বসিয়েছেন শিক্ষক। বিভাগীয় প্রধান পরীক্ষার্থীদের খাতা দেখানোর পর সেই অভিযোগ আরও জোরাল হয়ে ওঠে।
পুরো বিষয়টি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনের নামে অধ্যাপকদের হেনস্থা, তাদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা মানতে নারাজ যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই কারণে, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নির্দেশে বলা হয়েছে, তিন সদস্যের কমিটি পুরো পরিস্থিতি পর্যালোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে।
অধ্যাপক হেনস্থা রুখতে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তদন্ত কমিটি গঠন
Date:
Share post:
