জট যে ভালই পাকিয়েছে মহারাষ্ট্রে (Maharashtra) প্রমাণিত হলো অমিত শাহের (Amit Shah) বৈঠকের পরে। মহাজুটি (Mahajuti) জোটের বৈঠক শেষেও ঘোষণা হল না মুখ্যমন্ত্রীর নাম। এদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন একনাথ শিন্ডে। জোট ঐক্যবদ্ধ আছে দেখানোর চেষ্টা করলেও আদতে মহাযুতি জোটে বিজেপির কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জোটে যে চিড় ধরেছে তা স্পষ্ট বৃহস্পতিবার রাতের বৈঠকের পর।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতায় দিল্লিতে বৈঠক ডাকেন বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহ ও জে পি নাড্ডা (J P Nadda)। মধ্যরাত পর্যন্ত দিল্লিতে সেই বৈঠক চলে। প্রায় ভোররাতে মহারাষ্ট্র ফেরেন একনাথ শিণ্ডে (Eknath Shinde), দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis), অজিত পাওয়ার (Ajit Pawar)। বৈঠক শেষে কোনও দলের তরফ থেকেই কোন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। একনাথ কেন্দ্রে দাবি করেন প্রথম বৈঠক সফল। আরও একটি বৈঠক হবে মুম্বাইতে। তারপরই নিশ্চিত হবে কে হতে চলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পদে কে সেই নাম ঘোষণা না হলেও শিণ্ডে ফাড়নবিশ কপালে ভাঁজ নিয়েই দাবী করেন জোট ঐক্যবদ্ধ রয়েছে। শিণ্ডে ফের দাবি করেন তাঁর তরফ থেকে তিনি অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব যাকে মুখ্যমন্ত্রী পদে নির্ধারণ করবে তাঁকেই সমর্থন জানাবেন তিনি। তাঁর দিক থেকে এই পদ নিয়ে কোন বাধা আসবে না। আবার ফাড়নবিশ (Devendra Fadnavis) দাবি করেন শিন্ডের (Eknath Shinde) তরফ থেকে যে সমস্যা ছিল তা তিনি শাহর বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন। ফলে পরবর্তী বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট শিবসেনাকে নিয়ে মহাযুতী পরিবারে অস্বস্তির কাঁটা বিঁধেই রয়েছে।
