Tuesday, August 26, 2025

আপাতত সার্ভে করবে না ট্রায়াল কোর্ট: সম্ভল মামলায় পর্যবেক্ষণ প্রধান বিচারপতির

Date:

সম্ভল জামা মসজিদ (Sambhal Jama Masjid) সংক্রান্ত সার্ভের কাজ নিয়ে এখনই আর এগোবে না সম্ভলের ট্রায়াল কোর্ট (Sambhal Trial Court)। হাইকোর্ট পর্যবেক্ষণ না জানানো পর্যন্ত মুখবন্ধ খামে বন্ধ থাকবে এই পর্যন্ত হওয়া সার্ভের রিপোর্টও। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সম্ভল মসজিদ মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শান্তি সম্প্রীতি রক্ষায় এই পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)।

সম্ভল ট্রায়াল কোর্টের সার্ভের নির্দেশ নিয়ে সম্প্রতি রণক্ষেত্র হয় সম্ভল জামা মসজিদ চত্বর। মন্দির ভেঙে মসজিদ তৈরির অভিযোগে মোঘল আমলের (Mughal period) এই মসজিদে সার্ভের নির্দেশ দেয় সম্ভলের নিম্ন আদালত। সার্ভে (survey) করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর অভিযোগ ওঠে। এরপরই মসজিদ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সার্ভেকে বেআইনি দাবি করে।

শুক্রবার সমজিদ কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় সম্ভল ট্রায়াল কোর্ট প্রথম শুনানিতেই সার্ভের নির্দেশ দিয়ে দেয়। তাঁদের বক্তব্য পেশের কোনও সুযোগ দেওয়া হয়নি। পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানায়, সঠিক পথে আসতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে হাইকোর্টে ট্রায়াল কোর্টের (Sambhal Trial Court) বিরোধিতা করে আবেদনের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে যেন বিষয় আগামী তিন কর্মদিবসের মধ্যে বিষয়টি বিচারের জন্য ওঠে তার নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। সেই সঙ্গে ৮ জানুয়ারির মধ্যে বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি ফয়সালায় পৌঁছানোর নির্দেশও দেন। ততদিনে ট্রায়াল কোনও পদক্ষেপ নিতে পারবে না বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version