Monday, November 3, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌনতা ধর্ষণ নয়: সুপ্রিম রায়

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়। ৯ বছর আগের একটি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মহারাষ্ট্রের বানিতা এস যাদব নিজের বিবাহিত পুরুষসঙ্গী মাহেশ দারুখামের বিরুদ্ধে মামলা রুজু করেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০১৭ সাল থেকে চলা সেই মামলার রায়দানের সময় সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্ন ও এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানায়, বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ক স্থাপনের ঘটনাকে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না।

একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, দীর্ঘ ৯ বছরের শারীরিক সম্পর্কের পরে এই প্রতারণার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। প্রতারণার অভিযোগ জানাতে গেলে সময়মতো মামলা দায়ের করতে হয়। বিচারপতি বি ভি নাগরত্ন এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানায়, “বিবাহবহির্ভূত সম্মতিপূর্ণ সম্পর্কে যৌনতা, শুধুমাত্র মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে, ধর্ষণের শামিল হতে পারে না।” ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে মামলা রুজু করার প্রবণতা কমানো উচিৎ বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

বানিতা এস যাদব অভিযোগ করেছিলেন, খারে ২০০৮ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। আদালত উল্লেখ করে যে যাদব দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে যান এবং ২০১৭ সালে অভিযোগ দায়ের করেন। এই দীর্ঘ সময়ের পর অভিযোগ দায়ের করায় আদালত ওই সম্পর্ককে প্রতারণা হিসেবে মানতে অস্বীকার করে।


spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...