Wednesday, August 27, 2025

বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌনতা ধর্ষণ নয়: সুপ্রিম রায়

Date:

বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়। ৯ বছর আগের একটি মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মহারাষ্ট্রের বানিতা এস যাদব নিজের বিবাহিত পুরুষসঙ্গী মাহেশ দারুখামের বিরুদ্ধে মামলা রুজু করেন। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০১৭ সাল থেকে চলা সেই মামলার রায়দানের সময় সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি ভি নাগরত্ন ও এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানায়, বিবাহ বহির্ভূত সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ক স্থাপনের ঘটনাকে কোনওভাবেই ধর্ষণ বলা যায় না।

একই সঙ্গে শীর্ষ আদালত জানায়, দীর্ঘ ৯ বছরের শারীরিক সম্পর্কের পরে এই প্রতারণার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। প্রতারণার অভিযোগ জানাতে গেলে সময়মতো মামলা দায়ের করতে হয়। বিচারপতি বি ভি নাগরত্ন এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ জানায়, “বিবাহবহির্ভূত সম্মতিপূর্ণ সম্পর্কে যৌনতা, শুধুমাত্র মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে, ধর্ষণের শামিল হতে পারে না।” ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে মামলা রুজু করার প্রবণতা কমানো উচিৎ বলেও মন্তব্য করেন বিচারপতিরা।

বানিতা এস যাদব অভিযোগ করেছিলেন, খারে ২০০৮ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। আদালত উল্লেখ করে যে যাদব দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে যান এবং ২০১৭ সালে অভিযোগ দায়ের করেন। এই দীর্ঘ সময়ের পর অভিযোগ দায়ের করায় আদালত ওই সম্পর্ককে প্রতারণা হিসেবে মানতে অস্বীকার করে।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version