Monday, August 25, 2025

কেন্দ্র ১০০ দিনের কাজ-আবাস যোজনার টাকা আটকে রেখেছে, বিধানসভায় সরব পঞ্চায়েতমন্ত্রী

Date:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নভঙ্গের জ্বালা মেটাতে কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনা টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার জন্য বিরোধীরা টাকা নয়ছয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার মতো যে সব ওজর তুলছেন তা সত্যি নয়। বিধানসভায় তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে নিজের দাবিকে জোরালো ভাবে পেশ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার।

শুক্রবার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ তুলে একটি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি সেখানে প্রশ্ন তোলেন, ২০১৫-১৬ থেকে ১৮-১৯ অর্থবছর পর্যন্ত টানা চারবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকেই ১০০ দিনের কাজে সেরা রাজ্যের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গ। আবাস প্রকল্পেও রাজ্য সরকারের পাঠানো নথিপত্র গ্রহণ করে ১১ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। অথচ ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকেই এই দুই প্রকল্পে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে কেন্দ্র।তিনি অভিযোগ করেন, ২০২১ এ ২০০ পারের স্বপ্ন চূর্ণ হতেই গরীব মানুষের পেটে লাথি মারছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় গৃহীত কেন্দ্রীয় প্রকল্পসহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে, বিশেষ করে আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না। আলোচনা শেষে প্রস্তাবটি ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version