Wednesday, November 12, 2025

শুক্রবারও আদালতে নিয়ে আসা হয়নি সুজয়কৃষ্ণকে, অসুস্থতার শংসাপত্র পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ

Date:

Share post:

প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে চিকিৎসা চলছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের। জেল কর্তৃপক্ষের তরফে তাঁর অসুস্থতার শংসাপত্র পাঠানো হয়েছে বিচার ভবনে সিবিআই আদালতে। পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, তাদের মনে হচ্ছে শুক্রবার আদালতে সশরীরে হাজির করানো যাবে তাকে। এর পরেই সিবিআই আদালত নির্দেশ দেয়, ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১২টার মধ্যে হাজির করাতে হবে সুজয়কৃষ্ণকে। সিবিআই যে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করেছে, তা শুক্রবারই বিবেচনা করার কথা ছিল।

কিন্তু দুপুর ২টোর পরেও আদালতে নিয়ে আসা হয়নি সুজয়কৃষ্ণকে। ইডির পর সিবিআই-ও সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করেছে। সেই আবেদনও এদিন বিবেচিত হওয়ার কথা।

যদিও আদালতে জেল সুপারের মাধ্যমে ‘আনফিট সার্টিফিকেট’ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে সুজয়কৃষ্ণ অসুস্থ। ওই শংসাপত্র দিয়েছেন জেলের মেডিক্যাল অফিসার। সেখানে বলা হয়েছে, ডায়েরিয়া হয়েছে সুজয়কৃষ্ণের। তার ফলে ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ শরীরে জলের মাত্রা কমে গিয়েছে। পেটে খিঁচ ধরছে মাঝেমাঝে।

কেন্দ্রীয় তদন্তকারী দল‌ বৃহস্পতিবার আদালতে জানায়, তারা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু যতক্ষণ না তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হচ্ছে, ততক্ষণ তা করা যাবে না। শুক্রবারও তাকে আদালতে হাজির না করাতে পারায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...