বাংলাদেশের ফের গ্রেফতার এক সন্ন্যাসী। গ্রেফতারি নিয়ে ফের সরব ইসকন (ISKCON)। শনিবার তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বাংলাদেশে ভারত বিদ্বেষ আরেক ধাপ এগিয়ে আক্রমণ চালানো হল ভারতীয় বাসযাত্রীদের উপর। ত্রিপুরার (Tripura) পরিবহন মন্ত্রী এই ঘটনাকে ইচ্ছাকৃত হামলা বলেও দাবি করেছেন।

গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmay Das) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্যাম দাস (Shyam Das)। সেই সময়ই তাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। গ্রেফতারি নিয়ে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস দাবি করেন, কীভাবে নিরীহ চেহারার সন্ন্যাসী একজন সন্ত্রাসবাদী হতে পারেন। বাংলাদেশে এভাবে অল্প বয়সী সন্ন্যাসীদের গ্রেফতারি জঘন্য ও উদ্বেগজনক বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আগরতলা (Agartala) থেকে কলকাতার দিকে আসা একটি বাসে থাকা ভারতীয় যাত্রীরা আক্রান্ত হন বলে দাবি ত্রিপুরার পরিবহন মন্ত্রীর। তাঁর দাবি বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবেড়িয়ায় বাসটি পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাক সেটিকে ধাক্কা মারে। সেই ধাক্কা ঘিরে স্থানীয় বাংলাদেশের নাগরিকরা বাসটিকে ঘিরে ধরে হুমকি দিতে শুরু করে। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি দেওয়া হয়। ত্রিপুরার মন্ত্রীর দাবি ইচ্ছাকৃতভাবে ভারতীয় যাত্রীদের হেনস্থার শিকার হতে হয় বাংলাদেশে।
