Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইএসএল-এ প্রথম জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল দিয়ামানতাকোসের। কার্ডের জন্য দলে এদিন ছিলেন না নাওরেম মহেশ ও নন্দকুমার। সেখানে সুযোগ পেয়ে ছাঁপ ফেলে পিভি বিষ্ণু।

২) ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত। ফের পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বৈঠক। জানা যাচ্ছে আগামি শনিবার হবে এই বৈঠক। আজ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক। বৈঠক হওয়ার কথা ছিল ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু নির্দিষ্ট সময়ের কিছু ক্ষণ আগে আইসিসি জানিয়েছে, বৈঠক হবে শনিবার।

৩) ফের ক্রিকেট মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। মাঠে প্রাণ গেল ৩৫ বছরের এক ক্রিকেটারের। নাম ইমরান প্যাটেল। জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হন ইমারান। ঘটনাটি ঘটে পুণেতে। জানা যাচ্ছে, মাঠেই মৃত্যু হয় ইমরানের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় মেলেনি।

৪) পার্থ টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। তবে প্রথম ছিলেন না ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট । দিন রাতের টেস্টের আগে খুশির খবর ভারতীয় শিবিরে। পিঙ্ক বল টেস্টের আগে অনুশীলনে ফিরলেন শুভমন। ফলে দ্বিতীয় টেস্টে গিলের খেলার সম্ভাবনা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

৫) থামল বাংলার জয়রথ। টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার মানতে হল মধ্যপ্রদেশের কাছে। স্কোরবোর্ডে ব্যাটাররা বড় রান তুললেও ব্যর্থ হল বোলিং বিভাগ। যে কারণে ভেঙ্কটেশ আইয়ারদের কাছে ৬ উইকেটে হারল বাংলা।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় ইস্টবেঙ্গলের, নর্থইস্টকে হারাল ১-০ গোলে