Monday, August 25, 2025

জীবনের গতিকে সচল রাখতে কৃত্রিম অঙ্গ প্রদানের উদ্যোগ ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্টের

Date:

বিভিন্ন সময় আমাদের জীবনে নানান ঘাত প্রতিঘাত নেমে আসে। কখনও অঙ্গহানি জীবনকে স্তব্ধ করে দেয়। আবার এমনও কিছু সংগঠন আছে যারা কৃত্রিম অঙ্গ প্রদান করে সেই জীবনকে আবার সাবলীল গতিতে এগিয়ে যেতে সাহায্য করে। আর এমনই এক কর্মকাণ্ড করল মহাবীর সেবা সদনকে পাশে রেখে ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট।

খিদিরপুরের ইকবালপুর মহাবীর সেবা সদনে তারা ৪৫ জন এমন মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে কৃত্রিম অঙ্গ প্রদান করলেন। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরে অংশ নেওয়া সুনিতা জৈন বলেন, এই উদ্যোগ অসাধারণ। আমি এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন বা নানান কারণে তাদের অঙ্গ হারিয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন , তাদের পাশে থাকতে পেরে ভালো লাগছে।এমনই একজনকে আমরা পেয়ে গেলাম সেদিন । যার মুখ থেকে শুনে নেব তার কথা। বসিরহাটের শাহীন গাজী কি বলছেন শুনুন। মহাবীর সেবা সদন ৩৮ বছর ধরে নিজেরাই তৈরি করছে এই কৃত্রিম অঙ্গ। শুধু কৃত্রিম অঙ্গ তৈরি নয় তা রোগীদের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দিতেও তাদের জুড়ি মেলা ভার। এরই পাশাপাশি আছে তাদের হস্তশিল্পের সমাহার।এদিন সংস্থার তরফ থেকে মহাবীর সেবা সদন কর্তৃপক্ষের হাতে ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই কৃত্রিম অঙ্গের জন্য ।‌ যদিও ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট সম্পূর্ণ বিনামূল্যে ৪৫ জনকে এই অত্যন্ত মূল্যবান কৃত্রিম অঙ্গ দিয়েছেন।

সংস্থারডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডক্টর ইন্দ্রানী বসু মল্লিক জানালেন, ইনার হুইল ক্লাবের এই প্রচেষ্টা আজকে নতুন নয় । তাদের কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে।‌ তাদের এই উদ্যোগ বহু মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।

সবমিলিয়ে মহাবীর সেবা সদনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ স্টেট এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version