Sunday, August 24, 2025

শনিবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল (cyclone Fengal)। গত ২৪ ঘণ্টা ধরেই তার প্রভাব টের পাচ্ছে তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)। যত উপকূলের কাছে আসছে ফেনজল তত বাড়ছে বৃষ্টির প্রকোপ। ল্যান্ডফলের (landfall) সময় ঘূর্ণিঝড়ের গতি খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই জমা জল ও উপড়ানো গাছে বিপর্যস্ত চেন্নাই (Chennai) শহর। ঘূর্ণিঝড় প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin)।

দিল্লির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তামিলনাড়ুর পন্ডিচেরির (Pudduchery) কাছে কারাইকাল ও মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল করবে ফেনজল। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির মুখোমুখি উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলি। আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টি বেড়ে এই এলাকার নিচু সৈকত এলাকা জলমগ্ন হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাই (Chennai) শহর। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ু কতটা প্রস্তুত বিপর্যয়ের মোকাবিলায়, নিজে তদ্বির করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারে বসে তিনি কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, রানিপেট, চেঙ্গালপট্টু জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গোটা রাজ্যে ১৮টি এসডিআরএফের (SDRF) দল প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলায়, যার মধ্যে তিনটি দল রয়েছে চেন্নাই (Chennai) শহরে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে উদ্ধার করে নিয়ে আসা বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version