Tuesday, August 26, 2025

শনিবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল (cyclone Fengal)। গত ২৪ ঘণ্টা ধরেই তার প্রভাব টের পাচ্ছে তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)। যত উপকূলের কাছে আসছে ফেনজল তত বাড়ছে বৃষ্টির প্রকোপ। ল্যান্ডফলের (landfall) সময় ঘূর্ণিঝড়ের গতি খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই জমা জল ও উপড়ানো গাছে বিপর্যস্ত চেন্নাই (Chennai) শহর। ঘূর্ণিঝড় প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin)।

দিল্লির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তামিলনাড়ুর পন্ডিচেরির (Pudduchery) কাছে কারাইকাল ও মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল করবে ফেনজল। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির মুখোমুখি উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলি। আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টি বেড়ে এই এলাকার নিচু সৈকত এলাকা জলমগ্ন হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাই (Chennai) শহর। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ু কতটা প্রস্তুত বিপর্যয়ের মোকাবিলায়, নিজে তদ্বির করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারে বসে তিনি কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, রানিপেট, চেঙ্গালপট্টু জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গোটা রাজ্যে ১৮টি এসডিআরএফের (SDRF) দল প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলায়, যার মধ্যে তিনটি দল রয়েছে চেন্নাই (Chennai) শহরে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে উদ্ধার করে নিয়ে আসা বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version