Saturday, May 3, 2025

শনিবার সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনজল (cyclone Fengal)। গত ২৪ ঘণ্টা ধরেই তার প্রভাব টের পাচ্ছে তামিলনাড়ু (Tamilnadu) ও অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh)। যত উপকূলের কাছে আসছে ফেনজল তত বাড়ছে বৃষ্টির প্রকোপ। ল্যান্ডফলের (landfall) সময় ঘূর্ণিঝড়ের গতি খুব বেশি না থাকলেও ইতিমধ্যেই জমা জল ও উপড়ানো গাছে বিপর্যস্ত চেন্নাই (Chennai) শহর। ঘূর্ণিঝড় প্রতিরোধে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin)।

দিল্লির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী তামিলনাড়ুর পন্ডিচেরির (Pudduchery) কাছে কারাইকাল ও মহাবলিপুরমের মাঝে ল্যান্ডফল করবে ফেনজল। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির মুখোমুখি উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলি। আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টি বেড়ে এই এলাকার নিচু সৈকত এলাকা জলমগ্ন হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাই (Chennai) শহর। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে চেন্নাইমুখি বেশ কিছু বিমান যাত্রাপথ। সমুদ্রে সব ধরনের নৌ চলাচলও বন্ধ রবিবার পর্যন্ত। বিপর্যস্ত লোকাল ট্রেন চলাচল। চেন্নাই ডিভিশনে সংখ্যায় কম ট্রেন চলছে।

এই পরিস্থিতিতে তামিলনাড়ু কতটা প্রস্তুত বিপর্যয়ের মোকাবিলায়, নিজে তদ্বির করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারে বসে তিনি কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, রানিপেট, চেঙ্গালপট্টু জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গোটা রাজ্যে ১৮টি এসডিআরএফের (SDRF) দল প্রস্তুত রয়েছে পরিস্থিতির মোকাবিলায়, যার মধ্যে তিনটি দল রয়েছে চেন্নাই (Chennai) শহরে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ত্রাণ শিবিরে উদ্ধার করে নিয়ে আসা বাসিন্দাদের সঙ্গেও তিনি কথা বলেন।

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...
Exit mobile version