Thursday, August 21, 2025

জীবনের গতিকে সচল রাখতে কৃত্রিম অঙ্গ প্রদানের উদ্যোগ ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্টের

Date:

Share post:

বিভিন্ন সময় আমাদের জীবনে নানান ঘাত প্রতিঘাত নেমে আসে। কখনও অঙ্গহানি জীবনকে স্তব্ধ করে দেয়। আবার এমনও কিছু সংগঠন আছে যারা কৃত্রিম অঙ্গ প্রদান করে সেই জীবনকে আবার সাবলীল গতিতে এগিয়ে যেতে সাহায্য করে। আর এমনই এক কর্মকাণ্ড করল মহাবীর সেবা সদনকে পাশে রেখে ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট।

খিদিরপুরের ইকবালপুর মহাবীর সেবা সদনে তারা ৪৫ জন এমন মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে কৃত্রিম অঙ্গ প্রদান করলেন। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং জাতীয় স্তরে অংশ নেওয়া সুনিতা জৈন বলেন, এই উদ্যোগ অসাধারণ। আমি এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন বা নানান কারণে তাদের অঙ্গ হারিয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন , তাদের পাশে থাকতে পেরে ভালো লাগছে।এমনই একজনকে আমরা পেয়ে গেলাম সেদিন । যার মুখ থেকে শুনে নেব তার কথা। বসিরহাটের শাহীন গাজী কি বলছেন শুনুন। মহাবীর সেবা সদন ৩৮ বছর ধরে নিজেরাই তৈরি করছে এই কৃত্রিম অঙ্গ। শুধু কৃত্রিম অঙ্গ তৈরি নয় তা রোগীদের মধ্যে অত্যন্ত যত্ন সহকারে পৌঁছে দিতেও তাদের জুড়ি মেলা ভার। এরই পাশাপাশি আছে তাদের হস্তশিল্পের সমাহার।এদিন সংস্থার তরফ থেকে মহাবীর সেবা সদন কর্তৃপক্ষের হাতে ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই কৃত্রিম অঙ্গের জন্য ।‌ যদিও ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট সম্পূর্ণ বিনামূল্যে ৪৫ জনকে এই অত্যন্ত মূল্যবান কৃত্রিম অঙ্গ দিয়েছেন।

সংস্থারডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডক্টর ইন্দ্রানী বসু মল্লিক জানালেন, ইনার হুইল ক্লাবের এই প্রচেষ্টা আজকে নতুন নয় । তাদের কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে।‌ তাদের এই উদ্যোগ বহু মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে।

সবমিলিয়ে মহাবীর সেবা সদনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনার হুইল ক্লাব ক্যালকাটা নর্থ স্টেট এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...