Tuesday, November 11, 2025

লোকসভায় তৃণমূল সাংসদদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বিজেপির! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

ভোটের ময়দানে গো হারা হারার পরেও চক্রান্তের রাস্তা থেকে সরছে না বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে তৃণমূল সাংসদের আভ্যন্তরীণ ঐক্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার, যেখানে তাদের পুরোনো আসন বিন্যাস ভেঙে লোকসভায় নতুন আসন বন্টন করা হয়েছে৷ এর জেরেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভার স্পিকারকে ই-মেল করে তাদের দলের অবস্থান জানাবেন বলে স্থির করেছেন৷ এই ইমেলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করবেন, সরকারের এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷

এই প্রসঙ্গে শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা হয় না কি ? দলের নেতা এক জায়গায় বসবেন আর তার থেকে দূরে বসবেন তাদেরই দলের অন্য সাংসদরা ! যে আসন বিন্যাস তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমার থেকে অনেক দূরে বসছেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুটা দূরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দ্বাদশ লোকসভা থেকে আমি সংসদে আসছি৷ এটা অষ্টাদশ সংসদীয় অধিবেশন৷ এতদিন এমন কোনও কান্ড দেখিনি৷ সরকারের এই সিদ্ধান্ত মানা হবে না৷ আমাদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷ তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা একসঙ্গেই বসবেন৷

ঘটনা হল, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়ে নতুন আসন বিন্যাসের কথা জানানো হয়েছে৷ অথচ জুলাই মাসের ২৩ তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভার সচিবালয়কে লিখিতভাবে জানিয়েছিলেন যে তৃণমূল সাংসদরা কে কোথায় বসবেন৷ তারপরেও মোদি সরকার কেন এই ভাবে নতুন আসন বিন্যাস তালিকা তৈরি করল, প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইরকমভাবে কংগ্রেসের সাংসদদের আসন তালিকাও ঘেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তারাও ক্ষুদ্ধ গোটা বিষয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ৷ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান বলেও জানান গৌরব গগৈ৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version