Sunday, August 24, 2025

লোকসভায় তৃণমূল সাংসদদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বিজেপির! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

ভোটের ময়দানে গো হারা হারার পরেও চক্রান্তের রাস্তা থেকে সরছে না বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত শুরু করেছে মোদি সরকার৷ এই চক্রান্তেরই অংশ হিসেবে তৃণমূল সাংসদের আভ্যন্তরীণ ঐক্য ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে মোদি সরকার, যেখানে তাদের পুরোনো আসন বিন্যাস ভেঙে লোকসভায় নতুন আসন বন্টন করা হয়েছে৷ এর জেরেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক দূরে সরে গিয়েছেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে লোকসভার স্পিকারকে ই-মেল করে তাদের দলের অবস্থান জানাবেন বলে স্থির করেছেন৷ এই ইমেলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করবেন, সরকারের এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না৷ অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷

এই প্রসঙ্গে শনিবার দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা হয় না কি ? দলের নেতা এক জায়গায় বসবেন আর তার থেকে দূরে বসবেন তাদেরই দলের অন্য সাংসদরা ! যে আসন বিন্যাস তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমার থেকে অনেক দূরে বসছেন দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুটা দূরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দ্বাদশ লোকসভা থেকে আমি সংসদে আসছি৷ এটা অষ্টাদশ সংসদীয় অধিবেশন৷ এতদিন এমন কোনও কান্ড দেখিনি৷ সরকারের এই সিদ্ধান্ত মানা হবে না৷ আমাদের পুরোনো আসন বিন্যাস ফিরিয়ে দিতে হবে৷ তৃণমূল কংগ্রেসের সব সাংসদরা একসঙ্গেই বসবেন৷

ঘটনা হল, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠিয়ে নতুন আসন বিন্যাসের কথা জানানো হয়েছে৷ অথচ জুলাই মাসের ২৩ তারিখে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই লোকসভার সচিবালয়কে লিখিতভাবে জানিয়েছিলেন যে তৃণমূল সাংসদরা কে কোথায় বসবেন৷ তারপরেও মোদি সরকার কেন এই ভাবে নতুন আসন বিন্যাস তালিকা তৈরি করল, প্রশ্ন তুলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইরকমভাবে কংগ্রেসের সাংসদদের আসন তালিকাও ঘেঁটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তারাও ক্ষুদ্ধ গোটা বিষয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ৷ সোমবার সংসদের অধিবেশনের শুরুতেই তাঁরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান বলেও জানান গৌরব গগৈ৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর হাইব্রিড মডেল মানতে রাজি পিসিবি, তবে আইসিসিকে শর্ত তিন

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version