Monday, January 12, 2026

দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের: অভিষেক

Date:

Share post:

কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকের বিভিন্ন কমিটি গঠন। শৃঙ্খলারক্ষায় সংসদীয়, পরিষদীয় এবং দলীয় স্তরে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে শনিবার আমতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের।

কর্মসমিতির বৈঠকে তৃণমূল মুখপাত্রের তালিকা প্রকাশ হয়। সেখানে দিল্লির বিষয়ে যে কমিটি করা হয়েছে সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই প্রথম এই বিষয়ে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, “দল ও নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। আমি আমার কাজ করেছি। রেজাল্ট দেখে আমি পাঠিয়েছি। দল সিদ্ধান্ত নেবে কবে করবে।”

আরও খবর: ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের!“ অর্থাৎ দল যাঁদের দায়িত্ব দিয়েছে, আগামী দিনে তাঁদের সেটা প্রমাণ করতে হবে। অভিষেকের কথায়, ”আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”

শৃঙ্খলারক্ষা কমিটি প্রসঙ্গে অভিষেক বলেন, “দল শৃঙ্খলারক্ষা কমিটি করেছে। দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে। সেই দায়িত্ব আগামী দিনে তাঁদের প্রমাণ করতে হবে। তারা কতটা পটু। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”








spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...