Saturday, August 23, 2025

দুই নৌকায় পা নীতি কানাডার, অর্শকে জামিন দিয়ে খালিস্তানি বিক্ষোভ বন্ধে পদক্ষেপ

Date:

Share post:

নির্বাচনমুখী কানাডায় সাঁড়াশি চাপে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) প্রশাসন। একদিকে আমেরিকায় ট্রাম্পের ফের অভ্যত্থান চাপে ফেলেছে ট্রুডোকে। অন্যদিকে ভারতের দিকে বারবার খালিস্তানি ইস্যুতে আঙুল তুলে বিশ্বের কুনজরে। আবার খালিস্তানি সন্ত্রাসবাদীদের (Khalistani terrorist) সমর্থন আদায়েরও চাপ রয়েছে নির্বাচনে জিততে। ফলে ভারত ও খালিস্তানি, দুপক্ষের মন রাখতে তৎপর কানাডা (Canada)। একদিকে যখন জামিন দেওয়া হল নিজ্জর সঙ্গী অর্শ দাল্লাকে (Arsh Dalla) তখনই ভারতীয়দের প্রাচীন মন্দিরের বাইরে খালিস্তানি বিক্ষোভ বন্ধের রায় দিলো কানাডার আদালত।

ভারত সরকার মোস্ট ওয়ান্টেড (most wanted) বলে ঘোষণা করে রেখেছে খালিস্তান টাইগার ফোর্সের (Khalistani Tiger Force) প্রধান অর্শদীপ সিং দাল্লাকে। কানাডা অক্টোবর মাসে অর্শ দাল্লার গ্রেফতারির পরে তাকে প্রত্যর্পণের দাবিও জানিয়েছিল। তবে সেই পথে যায়নি কানাডা সরকার। অর্শ দাল্লার বিরোধিতা করে বিক্ষোভ হয় কানাডার খালিস্তানিদের। চাপের মুখে ভারতের দাবি নিয়ে এগোয়নি ট্রুডোর সরকার। এবার কানাডার আদালতে জামিন মঞ্জুর হল অর্শ দাল্লার (Arsh Dalla)। তবে জামিন পেলেও এই কেসের পর্যবেক্ষণ করবে ভারত। সেই সঙ্গে প্রত্যর্পণের দাবি থেকেও সরে আসা হবে না বলে জানায় ভারতীয় দূতাবাস।

অন্যদিকে টরোন্টোয় একটি মন্দিরে দূতাবাসের তরফ থেকে সরকারি সুবিধা প্রদান কার্যক্রম চলাকালীন খালিস্তানি জঙ্গিদের হামলা চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় স্থানীয় ভারতীয়রা টরোন্টোর সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসে দাবি জানিয়েছিল কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। সেই মামলায় টরোন্টোর আদালত টরোন্টোর লক্ষ্মী নারায়ণ মন্দির হিন্দু কালচারাল সোসাইটির বাইরে কোনও ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে এই মন্দিরের ১০০ মিটার পর্যন্ত কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...