Friday, November 7, 2025

মহেশতলা ব্যাঙ্ক লুট ইউনিক ঘটনা: রহস্য উন্মোচন করে দাবি পুলিশের

Date:

মহেশতলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশের (West Bengal Police) দাবি প্রথম বার কোনও ব্যাঙ্কের সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে অকেজো করে এভাবে লুট করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তের ভাইকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ইতিমধ্যেই চুরি যাওয়া টাকাও গয়নার ৯৫ শতাংশ উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার রাতে মহেশতলার (Maheshtala) এসবিআই শাখায় ব্যাঙ্কের তালা খুলে লুটের ঘটনা ঘটে। রহস্যের জট খুলতে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। প্রথমেই তিনটি খটকা পুলিশের চোখে পড়ে। প্রথমত, ব্যাঙ্কের গেট থেকে ভল্ট (vault), কোনও তালাই ভাঙা হয়নি। দ্বিতীয়ত, ব্যাঙ্কের অ্যালার্ম ব্যবস্থাকে (alarm system) পেশাগতভাবে বন্ধ করা হয়েছিল। তৃতীয়ত, সিসিটিভি-র প্রধান ব্যাকাপ হার্ডডিস্ক কেটে নিয়ে যাওয়া হয়েছিল।

এই তথ্যের উপর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ শুরু হতেই পুলিশের নজরে আসে আরিফ হোসেন নামে এক ব্যক্তি। যিনি এই ব্যাঙ্কে গ্রুপ ডি (Group-D) পদে কর্মরত ছিলেন। পরে তার চাকরি চলে যায়। আরিফের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই পুলিশ ব্যাঙ্ক থেকে লুট হওয়া টাকার কিছুটা অংশ উদ্ধার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভাইয়ের উস্তির বাড়ি থেকে উদ্ধার হয় বাকি টাকা। পুলিশের দাবি গোটা লুট আরিফ ও তার স্ত্রী দুজনে মিলেই ঘটিয়েছিলেন।

রাজ্য পুলিশের প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি (DIG, Presidency Range) আকাশ মাঘারিয়া (Akash Magharia, IPS) রবিবার সাংবাদিক বৈঠক করে জানান, পুলিশ উদ্ধার হওয়া টাকা ও গয়নার ৯৫ শতাংশ উদ্ধার করে ফেলেছে। যার মধ্যে রয়েছে ৬৭ লক্ষ টাকা। পুলিশের দাবি গোটা ঘটনা ঘটাতে আরিফ ডুপ্লিকেট চাবি (duplicate key) ব্যবহার করেছিল। আগেও সে এই চাবি দিয়ে দু একবার পরীক্ষা করে দেখেছিল। এই ঘটনায় আরিফের ভাইয়ের যোগ কতটা, তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত ব্যাঙ্ক লুটের ঘটনায় গ্রেফতার তিনজন।

Related articles

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...
Exit mobile version