Tuesday, December 16, 2025

লিগ টেবিলের শীর্ষে পৌঁছে কী বললেন বাগান কোচ মোলিনা ?

Date:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট । একেবারে ম্যাচের শেষ মুহুর্তে জেসন কামিন্সের গোলে জয় পায় বাগান ব্রিগেড। আর দলের এই জয়ে খুশি সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা। বাগান কোচ বলেন, “ মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না।

ম্যাচ শেষে মোলিনা বলেন, “ আমি কখনও ভাবিনি যে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে। কারণ, দলের ওপর আমার আস্থা আছে। জানতাম যে কোনও সময় গোল হবে। সেই আশাতেই পরিবর্তনগুলো করি। মাঠে দল নামালে আমি কখনও হাল ছেড়ে দিই না। এক গোলে পিছিয়ে থাকলেও মনে হত, আমরা ড্র করতে পারি। ইতিবাচক থাকলে ভাগ্য সঙ্গ দেয়।“ এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আমার মনে হয়, দুই দলই ভাল খেলেছে। চেন্নাইয়ান ভাল খেলবে, এমন প্রত্যাশা আমাদের ছিলই। ওরা ব্যক্তিগত মার্কিং ভাল করেছে। চেন্নাইয়ান মাঝে মাঝে আমাদের চাপে ফেলেছে। ওরা অনেক লঙ বল, ক্রস দিয়েছে। কিন্তু আমাদের ডিফেন্ডাররা ভাল খেলেছে। ওরা গোলের কাছ থেকে কোনও হেড করেছে বলে আমার মনে পড়ছে না। এই জায়গায় আমরা ভাল নিয়ন্ত্রণ করেছি। প্রতিপক্ষের গোলের সামনে যারা ভাল খেলে, তারাই জেতে। “

ম্যাচের শেষ মুহুর্তে কামিন্স ও স্টুয়ার্টকে পরিবর্তন। ওটাই কি ম্যাচের রং বদলে দেয় ? জবাবে মোলিনা বলেন, “ জেমি ও দিমি ভালই খেলেছে। ওদের দুর্ভাগ্য যে ওরা গোল পায়নি। জেমিকে যখন ক্লান্ত লাগছিল, তখন আমি কামিন্সকে নামানোর কথা ভাবি। দিমি তখনও ভাল খেলছিল। শেষ দিকে ভাল কিছু হওয়ার আশায় গ্রেগকে নামাই এবং ভাল কিছুই হয়। দলের জন্য খুশি, গ্রেগের জন্যও খুশি। কামিন্সের গোলটা খুবই ভাল ছিল। আবার আমরা টেবলের শীর্ষস্থানে উঠেছি। এবার আমাদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে। নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচটা কঠিন হবে।“

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের, মাঠে ফিরেই ব্যাট হাতে দাপট শুভমনের


Related articles

ফিরে এলেন ১১ জন মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৫ জন

নামখানায় ফিরে এলেন দুর্ঘটনার শিকার হওয়া (Fishermen Rescue) ট্রলারের ১১ জন মৎস্যজীবী। তবে এখনও নিখোঁজ পাঁচজন। কাকদ্বীপে ভারতের...

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...

যুবভারতী কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গঠন করে তদন্তের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium Incident) মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় তার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...
Exit mobile version