দার্জিলিং মেলো-টি উৎসবের আয়োজন চলছে জোরকদমে

পাহাড়ের এই উৎসব মূলত স্থানীয় প্রতিভা এবং পর্যটন বৃদ্ধির জন্য। দার্জিলিং-এর পুলিশ সুপারের তরফে এমনটাই জানানো হয়েছে।

দার্জিলিং মেলো-টি উৎসবের আয়োজন চলছে জোরকদমে।দু বছরে পা দিল এই উৎসব। এই বছর জিটিএ এবং দার্জিলিং পুলিশ সংগঠিত করতে চলেছে এই উৎসবের।আগামী ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ্ই উৎসবের উদ্বোধন করবেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এই উৎসবটি এই বছর ভারতের সেরা ১৭টি প্রাণবন্ত উৎসবের তালিকায় তালিকাভুক্ত হয়েছে! পাহাড়ের এই উৎসব মূলত স্থানীয় প্রতিভা এবং পর্যটন বৃদ্ধির জন্য। দার্জিলিং-এর পুলিশ সুপারের তরফে এমনটাই জানানো হয়েছে।

এই উৎসবে একই ছাদের তলায় পর্যটকরা পাবেন নানান ধরনের পাখির মুখোমুখি হতে। থাকছে অ্যাডভেঞ্চারস স্পোর্টস। খোঁজ মিলবে ভিলেজ ট্যুরিজমের। এরই পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্র প্রদর্শনী। বাড়তি পাওনা হিসেবে থাকবে কালচারাল ফুড এবং ক্রাফট। থাকছে শর্ট ফিল্ম ফেসটিভাল। একইসঙ্গে অনুষ্ঠিত হবে দার্জিলিং হিল ম্যারাথন প্রতিযোগিতা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.