Friday, August 22, 2025

‘আগে বাংলা পাবে’, আলু নিয়ে মুনাফা লোভীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

আলু উৎপাদনে বাংলা দ্বিতীয়। তা সত্ত্বেও বাংলায় আলুর দাম আকাশ ছোঁয়া। বাজারে আলুর কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়ানোর জন্য মুনাফা লোভী আলু ব্যবসায়ীদের দিকেই আঙুল তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা থেকে আলু রফতানি (potato export) বন্ধ রেখে রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে ধর্মঘটের পথে যেতে চলেছে আলু ব্যবসায়ীরা (potato traders)। তার আগে সোমবার বিধানসভা থেকে আলু ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, “সবটা আমাদের হাতে নেই। যখন আলুর দাম বাড়ে আমরা মানুষকে সুফল বাংলার (Sufal Bangla) মাধ্যমে দিয়ে দিই। আলু উৎপাদনে বাংলা (Bengal) দ্বিতীয়।” এরপরেই তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নে তোলেন, আলু উৎপাদনে বাংলা দ্বিতীয় হলেও কিছু করার নেই। সেখানে চাষীদেরও দোষ নেই।

এই প্রসঙ্গে পেঁয়াজের (onion) সংকট কাটাতে রাজ্য়ের উদ্যোগের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে একটাও পেঁয়াজ বাংলায় হত না। আমরা ৭৫ শতাংশ পেঁয়াজ বাংলায় উৎপাদন করছি। কিন্তু সেই পেঁয়াজটা যারা বাংলার বাইরে পাঠিয়ে দিচ্ছে। অনেক সময় রফতানি বাইরে করে দিচ্ছে।” যদিও রাজ্য সরকার কড়া নজরদারির মাধ্যমে সেই পেঁয়াজের রফতানি অসাধু উপায়ে যাতে না হয়, তা নিয়ন্ত্রণ করে রাজ্যে পেঁয়াজের চাহিদা ও দাম নিয়ন্ত্রণে রেখেছে।

আলুর ক্ষেত্রেও যে একইভাবে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকতে চলেছে রাজ্য তা নিয়ে আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে সতর্ক করে দেন অসাধু ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর কথায়, “কেন বুঝতে পারছেন না আগে ঘর সামলামো, না কারো কারো টাকা সামলাবো। আমি এটা চাই না কয়েকজন মুনাফা লুটবে। এবং তার জন্য আমার বাংলা সাফার করবে। আগে বাংলা (Bengal) পাবে, তারপরে অন্য কোথাও গেলে যাবে। এটা পরিষ্কার করে শুনে রাখুন।”

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version